আলু ফুলকপি দিয়ে ডিমের রসা (aloo fulkopi diye dimer rasa recipe in Bengali)

Nibedita Banerjee Chatterjee
Nibedita Banerjee Chatterjee @cook_19335026

আলু ফুলকপি দিয়ে ডিমের রসা (aloo fulkopi diye dimer rasa recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩জনের জন্য
  1. ৩টি ডিম
  2. ২টি আলু
  3. ১০০ গ্রাম ফুলকপি
  4. ১টি পেঁয়াজ
  5. ৪ বড় কোয়া রসুন
  6. ১/২ " আদা
  7. ১টি টমেটো
  8. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. ১চা চামচ জিরে গুঁড়ো
  11. ১চা চামচ ধনে গুঁড়ো
  12. স্বাদ মতোনুন
  13. ১/৪ কাপ ধনে পাতা কুঁচি
  14. ১ চা চামচ গরম মসলা গুঁড়ো
  15. প্রয়োজন মতোসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ডিম,আলু সেদ্ধ করে নিতে হবে.তেল গরম করে তাতে একটু নুন,হলুদ গুড়ো ছড়িয়ে ডিম গুলো দিয়ে দিতে হবে.লাল করে ভেজে তুলে নিতে হবে.

  2. 2

    এবার ফুলকপি পিস করে কেটে ঐ তেলেই ফুলকপি গুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে

  3. 3

    ভাজা হলে পেঁয়াজ,টম্যাটো কেটে নিতে হবে.রসুন,আদা বেটে নিতে হবে ।এবার একটু তেল গরম করে তাতে পেঁয়াজকুঁচিটা দিয়ে একটু নেড়ে তার সাথে রসুন,আদা বাটাটা মিশিয়ে নাড়তে হবে ভাজা ভাজা না হওয়া অবদি

  4. 4

    এবার তাতে টম্যাটো কুঁচিটা দিয়ে একটু নুন ছড়িয়ে নাড়তে হবে যাতে টম্যাটো গলে যায়.তারপর তাতে গুড়ো মসলা গুলো,নুন দিয়ে নেড়ে একটু জল দিয়ে কসিয়ে যেতে হবে গ্যাস কমিয়ে.কসাতে হবে একটু বেশী করে ।

  5. 5

    এরপর কসানো হলে তাতে ফুলকপি,সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল ঢেলে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে.ঢাকা খুলে মাঝে চেক করে নিতে হবে ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা।

  6. 6

    হয়ে গেলে ভেজে রাখা ডিম গুলো তাতে মিশিয়ে ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিতে হবে.যেরকম কনসিস্টেন্সির গ্রেভি লাগবে তেমন গ্রেভি রেখে গরম মসলা গুড়ো ছড়িয়ে ২মিনিট মতো ফুটিয়ে দিলেই রেডি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nibedita Banerjee Chatterjee
আমি কুকপ্যাড বাংলার একটি অংশ যে কম্যুনিটি বাড়িতে রান্নার শক্তিতে বিশ্বাস করে.
আরও পড়ুন

Similar Recipes