ওটস প্যান কেক (oats pancake recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#কিডস স্পেশাল রেসিপি
খুব সহজে বাচ্ছাদের জন্য ওটস, কলা ও ডিম দিয়ে বানিয়ে ফেলুন প্যান কেক। বাচ্ছাদের অনেক সময় ডিম খেতে ইচ্ছে নেই আবার কখনও ওটস খাবে না। কলা তো একদম ই খেতে চায় না অনেক বাচ্ছা। তাদের জন্য এই প্যান কেক এর তুলনা হয় না। এক খাবারে কত গুন।

ওটস প্যান কেক (oats pancake recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি
খুব সহজে বাচ্ছাদের জন্য ওটস, কলা ও ডিম দিয়ে বানিয়ে ফেলুন প্যান কেক। বাচ্ছাদের অনেক সময় ডিম খেতে ইচ্ছে নেই আবার কখনও ওটস খাবে না। কলা তো একদম ই খেতে চায় না অনেক বাচ্ছা। তাদের জন্য এই প্যান কেক এর তুলনা হয় না। এক খাবারে কত গুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫ মিনিট
৩/৪ জন
  1. ১ বাটিওটস
  2. ২ টিপাকা কলা
  3. ১ টিডিম
  4. ২ টেবিল চামচসাদা তেল
  5. ১ টেবিল চামচমধু

রান্নার নির্দেশ সমূহ

৫ মিনিট
  1. 1

    তেল ও মধু ছাড়া সমস্ত উপকরণ নিতে হবে।

  2. 2

    ওটস রোস্ট করে কলা, ডিম ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    ফ্রাইং প্যানে অল্প তেল গরম করে মাঝারি আঁচে দুই পিঠ ভালো করে ভেজে নিতে হবে। মোট ১০/১২ টা এই সাইজের প্যান কেক তৈরি হয়ে যাবে। ওপর থেকে মধু ছড়িয়ে পরিবেশন করলে স্বাদ আর ও বেড়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes