দুধ শুক্ত(dudh shukto recipe in Bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#ঠাকুরবাড়ির রান্না

দুধ শুক্ত(dudh shukto recipe in Bengali)

#ঠাকুরবাড়ির রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
6 সারভিংস
  1. 6 টিটি উচ্ছে
  2. 1টি বেগুন
  3. 2টি আলু
  4. 1 কাপপাকা কুমড়ো
  5. 1 কাপবিনস্
  6. 1টি গাজর
  7. 12/15টি বড়ি
  8. 10টিসজনে ডাঁটা
  9. 3 টেবিল চামচসর্ষে ও পোস্ত
  10. 2টেবিল চামচ সাদা তিল
  11. 1টেবিল চামচ মৌরি
  12. 2 কাপলিকুইড দুধ
  13. 1/2 কাপজল
  14. 1/2 টেবিল চামচ পাঁচ ফোড়ন
  15. 1/2 টেবিল চামচরাঁধুনি
  16. 1টি তেজপাতা
  17. 1টি শুকনো লঙ্কা
  18. 2 টেবিল চামচঘি
  19. 1/2 টেবিল চামচহলুদ গুঁড়ো
  20. 1 টেবিল চামচ চিনি
  21. 2 টেবিল চামচ সাদা তেল
  22. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সর্ষের তেল
  23. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    উচ্ছে,বেগুন, কুমড়ো, বিনস্, সজনের ডাঁটা, গাজর, আলু সমান আকারে কেটে নিতে হবে ।

  2. 2

    কড়াইতে তেল গরম করে সব ধরনের সবজি আলাদা আলাদা করে অল্প ভেজে নিতে হবে ।

  3. 3

    বড়ি তেল দিয়ে লালচে করে ভেজে নিতে হবে ।

  4. 4

    সর্ষে ও পোস্ত মিক্সি তে পেস্ট করে নিতে হবে ।

  5. 5

    তিল ভিজিয়ে রেখে মিক্সি তে পেস্ট করে নিতে হবে ।

  6. 6

    মৌরি ভিজিয়ে রেখে মিক্সি তে পেস্ট করে নিতে হবে ।

  7. 7

    কড়াইতে সাদা তেল গরম করে পাঁচফোড়ন, রাঁধুনি, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে ।

  8. 8

    উচ্ছে ও বেগুন বাদে সব সবজি কড়াইতে দিতে হবে ।হলুদ গুঁড়ো দিতে হবে ।

  9. 9

    মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করতে হবে । মাঝে মাঝে নেড়ে দিতে হবে । তার পর উচ্ছে ও বেগুন দিতে হবে । লিকুইড দুধ ও অল্প জল দিতে হবে।

  10. 10

    সর্ষে ও পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে ।

  11. 11

    সাদা তিল বাটা দিয়ে মিশিয়ে দিতে হবে ।

  12. 12

    স্বাদ মতো নুন ও মিষ্টি দিতে হবে ।

  13. 13

    চাপা ঢাকা দিয়ে লো ফ্লেমে 3/4 মিনিট রান্না করতে হবে । মৌরি বাটা দিতে হবে । ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  14. 14

    ভাজা বড়ি কিছু আস্ত কিছু ভেঙ্গে দিতে হবে । ঘি দিয়ে 1 মিনিট রান্না করে ওভেন বন্ধ করে দিতে হবে ।

  15. 15

    5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে । তার পর পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

Similar Recipes