লাউ দুধ শুক্তো (lau dudh shukto recipe in Bengali)

Indrani chatterjee
Indrani chatterjee @Indu_7278893948
Serampore

#ফেব্রুয়ারি৩
#শুক্তো
। লাউ দিয়ে শুক্তো রান্না গরমে দিনে খুব ই আকর্ষণীয় রেসিপি ।

লাউ দুধ শুক্তো (lau dudh shukto recipe in Bengali)

#ফেব্রুয়ারি৩
#শুক্তো
। লাউ দিয়ে শুক্তো রান্না গরমে দিনে খুব ই আকর্ষণীয় রেসিপি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫মিনিট
৪জন
  1. ৫০০গ্রাম লাউ কাটা
  2. ১০০গ্রাম উচছে কাটা
  3. ১০০গ্রাম ডাঁটা কাটা
  4. ৩চা চামচ সরষে বাটা
  5. ২চা চামচপোস্ত বাটা
  6. ২টো তেজপাতা
  7. ২চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  8. ২চা চামচআদা বাটা
  9. ৩চা চামচরাঁধুনি
  10. ১/৪কাপ পাঁচ ফোড়ন
  11. ৩কাপ দুধ
  12. ১চা চামচ ঘি
  13. ১টাশুকনো লঙকা
  14. ৩চা চামচ কাজু বাদামের পেসট
  15. ৩চা চামচচারমগজ পেসট
  16. ১/৪কাপ সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩৫মিনিট
  1. 1

    সব সবজি কেটে ধুয়ে ফেলতে হবে ।সবজি গুলো তেলে ভেজে নিতে হবে ।

  2. 2

    সরষে,পোস্ত ও সব জিনিস জলে ভিজিয়ে সেটা মিকসারে পেসট করতে হবে ।

  3. 3

    এবার কডাই তে তেল ও সব ফোড়ন দিয়ে গরম করতে হবে ।সবজি তেলে র মধ্যে দিয়ে নারতে হবে ।

  4. 4

    মশলা বাটা ঢেলে দিয়ে নারতে হবে ।

  5. 5

    দুধ মিশিয়ে নারতে হবে নুন ও মিষ্টি ছড়িয়ে দিতে হবে ।ফোটাবার জন্য অলপ জল মিশিয়ে দিতে হবে ।

  6. 6

    মুখ বন্ধ করে ফোটাতে হবে। লাউ নরম হতে শুরু করবে। খানিক বাদে ঢাকা খুলে পাঁচ ফোড়ন ও রাঁধুনি গুঁড়া দিয়ে নারতে হবে ।

  7. 7

    দরকার হলে আরও দুধ মিশিয়ে দিয়ে নারতে হবে ।ময়দা গোলা দিয়ে ভালো করে নারতে ও ফোটাতে হবে ।যাতে গাঢ় হয়।শেষে ঘি মিশিয়ে গ্যাস বন্ধ করতে হবে ।

  8. 8

    গরম ভাতের সাথে পরিবেশ ন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Indrani chatterjee
Indrani chatterjee @Indu_7278893948
Serampore

Similar Recipes