ফালাফল স্যান্ডউইচ (falafal sandwich recipe in Bengali)

Papiya Alam
Papiya Alam @swaad123
Dubai ,UAE

#প্রিয়জন স্পেশাল রেসিপি

ফালাফল স্যান্ডউইচ (falafal sandwich recipe in Bengali)

#প্রিয়জন স্পেশাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
2 জনের জন্য
  1. ফালাফল বানানোর জন্য
  2. 1/2কাপভেজানো কাবুলি ছোলা (7-8 ঘন্টা ভেজানো)
  3. 1 টেবিল চামচধনেপাতা কুচি
  4. 1 টিরসুন কোয়া
  5. 1 টেবিল চামচময়দা
  6. 1/2 চা চামচধনে গুঁড়ো
  7. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  8. 1/4 চা চামচগোলমরিচ গুঁড়ো
  9. স্বাদমতোলংকা গুঁড়ো
  10. স্বাদমতোলবণ
  11. 1/4 চা চামচবেকিং সোডা
  12. পরিমাণ মতোভাজার জন্য তেল
  13. স্যান্ডউইচ বানানোর জন্য
  14. 2টিপিটা ব্রেড (মাঝখান দিয়ে কেটে 4পিস করা হয়েছে)
  15. প্রয়োজন মতলেটুস পাতা
  16. প্রয়োজন মতশসা স্লাইস করা
  17. প্রয়োজন মতপেঁয়াজ গোল করে কাটা
  18. প্রয়োজন মতটমেটো স্লাইস করে কাটা
  19. প্রয়োজন মতকেচাপ
  20. দই সস বানানোর জন্য
  21. 1টিরসুন কোয়া
  22. স্বাদমতোলবণ
  23. 1/4 চা চামচলেবুর খোসা ক্রাশ করা
  24. স্বাদমতোকাঁচা লঙ্কা
  25. 1 চা চমচলেবুর রস
  26. 1 টেবিল চামচধনেপাতা কুচি
  27. 1/2 কাপটক দই
  28. মায়ো সস বানানোর জন্য
  29. 1/2 কাপমেয়োনিজ
  30. 1/2 চা চামচমাস্টার্ড সস
  31. 1 চা চামচমধু
  32. 1 চিমটি গোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    একটি গ্রাইন্ডিং জারে ভেজানো কাবুলি ছোলা, রসুন, ধনেপাতা, ময়দা, লেবুর রস, লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, জিরেগুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে গ্রেন্ড করে নিতে হবে।(একেবারে মিহি পেস্ট করার প্রয়োজন নেই)। এবার বেকিং সোডা দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে।

  2. 2

    ছোট ছোট বলের আকারে ফালাফেল বানিয়ে নিতে হবে। পরিমান মত তেল গরম করে অল্প আঁচে ফলাফিল ভাল করে ভেজে নিতে হবে।(একটু সময় নিয়ে ভাজতে হবে)

  3. 3

    দই সস বানানোর জন্য ব্লেন্ডিং জারে দই,লবণ,লেবুর খোসা,লেবুর রস,ধনেপাতা কুচি,রসুন,কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

  4. 4

    মায়ো সস বানানোর জন্য একটি বাটিতে মেয়োনিজ,মাস্টার্ড সস,মধু,গোলমরিচ গুঁড়ো নিয়ে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এবার একটি পিটা ব্রেড কে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিতে হবে। ছুরি বা চামচ এর সাহায্যে ব্রেডের মাঝখানটা ফাঁকা করে দইয়ের সস দিয়ে স্প্রেড করে দিতে হবে। এবার পছন্দমতো ভাবে লেটুস,শসা, টমেটো,ফলাফিল, পেঁয়াজ, মায়োনিজ সস, কেচাপ দিয়ে সাজিয়ে নিতে হবে।

  6. 6

    আবারো ওপর থেকে দইয়ের সস, মায়োনিজ সস, কেচাপ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papiya Alam
Papiya Alam @swaad123
Dubai ,UAE
"I'm just someone who likes cooking and for whom sharing food is a form of expression"
আরও পড়ুন

Similar Recipes