চিলি চিকেন(chilli chicken recipe in Bengali)

Mahua Dhol
Mahua Dhol @cook_18433256

#জামাইষষ্ঠী স্পেশাল রেসিপি
#ebook2

চিলি চিকেন(chilli chicken recipe in Bengali)

#জামাইষষ্ঠী স্পেশাল রেসিপি
#ebook2

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামচিকেন কিউব করে কাটা
  2. 2 টো মাঝারি পেঁয়াজ টুকরো করে কাটা
  3. 2টো ক্যাপ্সিকাম কিউব করে কাটা
  4. 6টা কাঁচালঙ্কা মাঝখান থেকে চেরা
  5. 3 চা চামচরসুন কুচি
  6. 2 চা চামচআদা কুচি
  7. 1 টাডিম
  8. স্বাদমতো নুন
  9. 4 টেবিল চামচটমেটো কেচাপ
  10. 3 চা চামচগ্রীন চিলি সস
  11. 2 চা চামচওয়েস্টার সস
  12. 1 চা চামচচিকেন মাখার জন্য কর্ফ্লা্ওয়ার
  13. স্বাদমতোনুন চিনি
  14. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  15. পরিমানমতোসাদা তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে বনলেস চিকেন এর কিউব গুলো ভালো করে ধুয়ে নুন, গোলমরিচ একটা ডিম আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর কনফ্লাওয়ার দিয়ে মেখে একঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম।

  2. 2

    এক ঘন্টা পর সাদা তেল গরম করে চিকেন গুলো ভেজে নিলাম এরপরে যে তেলটা থাকলো তার মধ্যে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা চেরা ক্যাপ্সিকাম আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেবে নিলাম কম আঁচে। এরপরে সবগুলো সস মিশিয়ে দিলাম।

  3. 3

    যখন সব ভাজা হয়ে গেল তখন তার মধ্যে মিশিয়ে দিলাম ভাজা চিকেন গুলো দিয়ে প্রায় 10 মিনিট রান্না করলাম করে নুন মিষ্টি দিয়ে কর্নফ্লাওয়ার গুলে নামিয়ে পরিবেশন করলাম চিলি চিকেন সাথে এগ ফ্রাইড রাইস ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Dhol
Mahua Dhol @cook_18433256

Similar Recipes