ইলিশ ভাপা (Ilish bhapa recipe in Bengali)

Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

#স্পাইসি

ইলিশ ভাপা (Ilish bhapa recipe in Bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০
  1. ৫ পিস ইলিশ মাছ
  2. ১ টেবিল চামচ কালো সরর্ষ বাটা
  3. ২টেবিল চামচ সাদা সরর্ষ বাটা
  4. ১ চা চামচ কাঁচালঙ্কা বাটা
  5. ৪ টা কাঁচালঙ্কা চেরা
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচকালো জিরা
  9. স্বাদ অনুযায়ীলবণ
  10. পরিমাণ মতসরর্ষের তে

রান্নার নির্দেশ সমূহ

৩০
  1. 1

    একটা প্রাত্রে ইলিশ মাছ নিন এবার কাঁচালঙ্কা চেরা আর কালো জিরা ছারা সমস্ত উপকরন একতে নিয়ে নিন।

  2. 2

    এবার মাছ টা সমস্ত মসলা আর তেল সহজগে মেখে ৩০ মিনিট রেখে দিন।

  3. 3

    এবার কড়াই গরম করে চার চামচ তেল দিন । এই রান্নায় তেল একটু বেশি লাগে।

  4. 4

    ঐ তেলে কালো জিরা ফোঁরন দিন ।

  5. 5

    এবার মসলা থেকে মাছ গুলো তুলে গরম তেলে দিন । এই সময় গেসের আঁচ লোতে রাখবেন ।

  6. 6

    এ বার এক মিনিটের ও কম সময়ের মধ্যে রেখে মাছ গুলো উলটে দিন।

  7. 7

    এবার মাছের সঙ্গে মেখে রাখা মসলা টা দিয়ে দিন।এবার মসলার বাটিটা ধুয়ে জল দিন । দুই কাপ জল দিলেই হবে । কাঁচা লঙ্কা চেরা টা দিয়ে দিন। ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নিন । নামানোর আগে এক চামচ সরর্ষের তেল ছরিয়ে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

Similar Recipes