সরষে ইলিশ ভাপা (sorshe ilish bhapa recipe in Bengali)

Sweta Nandy
Sweta Nandy @cook_24621207

সরষে ইলিশ ভাপা (sorshe ilish bhapa recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 6 টুকরোইলিশ মাছ
  2. 2 চা চামচসাদা কালো সরষে বাটা
  3. 2 চা চামচনারকেল বাটা
  4. 2টিকাঁচা লঙ্কা বাটা
  5. 2 টিগোটা কাঁচা লঙ্কা
  6. 2 চা চামচ টক দই
  7. 4 চা চামচসরিষার তেল
  8. স্বাদমত লবণ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখাতে হবে।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে।

  3. 3

    সাদা সরষে,কালো সরষে,নারকেল, কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে।

  4. 4

    একটি টিফিন বক্সের মধ্যে মাছ গুলো সাজিয়ে দিয়ে চার চামচ সরষের তেল, 1 চামচ লবণ, দু চামচ টক দই এবং আগে থেকে বানিয়ে রাখা পেস্ট টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁচালঙ্কা চিরে উপরে সাজিয়ে দিতে হবে ।হাফ কাপ জল অ্যাড করতে হবে।

  5. 5

    এরপর টিফিন বক্স টি ভালোভাবে এঁটে নিয়ে একটি কড়াইতে জল গরম করে তার মধ্যে টিফিন বক্স টি বসিয়ে দিতে হবে যেন হাফ টিফিন বক্স জলে ডুবে থাকে । 15 মিনিট পর গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে, গরম ভাতের সঙ্গে সার্ভ করুন সরষে ইলিশ ভাপা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sweta Nandy
Sweta Nandy @cook_24621207

মন্তব্যগুলি (5)

Similar Recipes