চিকেন কিমা কাটলেট (Chicken keema cutlet recipe in bengali)

Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

চিকেন কিমা কাটলেট (Chicken keema cutlet recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ২০০ গ্রামচিকেন
  2. ১টাপেঁয়াজ কুচি
  3. ১ চা চামচরসুন কুচি
  4. ১ চা চামচআদা রসুন বাটা
  5. ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  6. ১/২ চা চামচগোলমরিচ গুঁড়ো
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২কাপ ধনেপাতা কুচি
  9. ২ কাপ ব্রেড ক্রাম্ব
  10. ১টি ডিম
  11. স্বাদ অনুযায়ী নুন
  12. প্রয়োজন অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন টাকে কিমা বানিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে

  3. 3

    ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে।

  4. 4

    আবার ভাল করে ভেজে নিয়ে তারমধ্যে লঙ্কাগুঁড়ো, হলুদ, নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে।

  5. 5

    একটু নাড়াচাড়া করে তার মধ্যে চিকেন কিমা দিয়ে দিতে হবে।

  6. 6

    এরপর ভালোভাবে ভেজে নিতে হবে ও শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।

  7. 7

    এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে ভাজা চিকেন কিমা ও একটা সেদ্ধ আলু গ্রেট করে দিতে হবে।

  8. 8

    এরপর ১কাপ ব্রেড ক্রাম্ব দিয়ে সব ভালোভাবে মাখিয়ে কাটলেট এর আকারে গড়ে নিতে হবে।

  9. 9

    একটা ডিম ফাটিয়ে নুন দিয়ে ফেটে নিতে হবে।

  10. 10

    এরপর করে নেওয়া কাটলেট গুলো ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিতে হবে ও ভালোভাবে কোটিং করে নিতে হবে।

  11. 11

    সব কাটলেট গুলো কোটিং করে নেওয়ার পর ফ্রিজারে ২-৩ ঘন্টার জন্য সেট হতে দিতে হবে।

  12. 12

    এরপর ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে লাল করে ভেজে নিতে হবে ব্যাস গরম গরম চিকেন কাটলেট তৈরি ও টমেটো সস এর সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

Similar Recipes