চিকেন কিমা কাটলেট (chicken keema cutlet recipe in Bengali)

Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

#দুর্গা পুজোর রেসিপি

চিকেন কিমা কাটলেট (chicken keema cutlet recipe in Bengali)

#দুর্গা পুজোর রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

তিরিশ মিনিট
তিনজন
  1. 2 কাপচিকেন কিমা
  2. স্বাদমতো নুন
  3. 1চা চামচ আদা বাটা
  4. 1চা চামচ রসুন বাটা
  5. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  6. 1চা চামচ লঙ্কাগুঁড়ো
  7. 1চা চামচ গরম মসলার গুঁড়ো
  8. 1/2চা চামচ ধনে গুঁড়ো
  9. 1 কাপতেল
  10. 1 কাপবিস্কুটের গুঁড়ো
  11. 1টি সেদ্ধ আলু ম্যাস করা
  12. 1চিমটি গোলমরিচ গুঁড়ো
  13. 1টি ডিম

রান্নার নির্দেশ সমূহ

তিরিশ মিনিট
  1. 1

    কড়াইতে তেল দিয়ে চিকেন কিমা দিতে হবে।

  2. 2

    নুন,হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কম আঁচে রাখতে হবে।

  3. 3

    একটু সেদ্ধ সেদ্ধ হলে ধনেগুঁড়ো ও ম্যাস করা আলু মেশাতে হবে।

  4. 4

    গরম মসলার গুঁড়ো মিশিয়ে নামিয়ে ঠাণ্ডা করে একটু ভালোকরে মেখে নিতে হবে।

  5. 5

    মিশ্রণটা একটু ঠান্ডা হলে হাতে নিয়ে কাটলেটের সেপ করে নিতে হবে।

  6. 6

    ডিম নুন ও গোলমরিচ দিয়ে ফেটিয়ে রাখতে হবে।

  7. 7

    কাটলেট গুলি ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে।

  8. 8

    তেল গরম করে ছাঁকা তেলে কম আঁচে কাটলেট গুলি ভালো করে ভেজে নিতে হবে।

  9. 9

    গরম গরম সার্ভ করতে হবে কাসুন্দি ও পেঁয়াজের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

মন্তব্যগুলি

Similar Recipes