ল্যাংচা (Lyangcha recipe in Bengali)

Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah

#মিষ্টি
ল্যাংচা কম বেশি আমাদের সকলেরই খুব প্রিয় একটা মিষ্টি সমস্ত রকম মিষ্টির রেসিপি একটু সময় সাপেক্ষ সেহুতু আমরা ঘরে তেমন একটা মিষ্টি ব‍ানাই না অনেকই ভয় পাই ভুল চুক হবার কারনে। চলো না বন্ধুর‍া সবাই মিলে মিষ্টি বানানোর চেষ্টা করি। ধন্যবাদ

ল্যাংচা (Lyangcha recipe in Bengali)

#মিষ্টি
ল্যাংচা কম বেশি আমাদের সকলেরই খুব প্রিয় একটা মিষ্টি সমস্ত রকম মিষ্টির রেসিপি একটু সময় সাপেক্ষ সেহুতু আমরা ঘরে তেমন একটা মিষ্টি ব‍ানাই না অনেকই ভয় পাই ভুল চুক হবার কারনে। চলো না বন্ধুর‍া সবাই মিলে মিষ্টি বানানোর চেষ্টা করি। ধন্যবাদ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১/১:৩০ ঘন্টা
৩/৪ জন
  1. ল্যাংচা তৈরি র জন্য প্রয়োজন:
  2. ১কাপফুলক্রিম মিল্ক পাউডার
  3. ১/৩কাপময়দা
  4. ১চা চামচচিনি-
  5. ১.৫ টেবিল চামচঘি
  6. ১/২/ ১ চা চামচবেকিং পাউডার (নতুন /পুরাতন)
  7. ৩ টেবিল চামচতরল দুধ
  8. ৩ টেবিল চামচফেটানো ডিম
  9. পরিমাণ মতো তেল (ভাজার জন্য)
  10. শিরার উপকরণ:
  11. ২কাপচিনি
  12. ৪কাপজল

রান্নার নির্দেশ সমূহ

১/১:৩০ ঘন্টা
  1. 1

    মিল্ক পাউডার, ময়দা, চিনি, বেকিং পাউডার, ঘি একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণের মধ্যে অল্প অল্প তরল দুধ ও ফেটানো ডিম মিক্সড করতে হবে, যেন খামিরটা খুব বেশি শক্ত অথবা খুব বেশি পাতলা না হয়, যখন একটা আঠালো ভাব হবে এবং হাতে লেগে যাচ্ছে এমনটা হলে বুঝতে হবে খামির মিষ্টি তৈরির জন্য পারফেক্ট। এ পর্যায়ে খামিরটা ১০ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে।

  2. 2

    এবার শিরা তৈরির জন্য চুলায় হাড়ি বসিয়ে তার মধ্যে ২ কাপ চিনি ও ৪ কাপ পানি দিয়ে ঢাকনা বন্ধ করে ২ মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে দিতে হবে। শিরা যেন ঘন না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

  3. 3

    এবার খামিরটাকে একই পরিমান ছোট ছোট বলে ভাগ করে নিয়ে দু’হাতের তালুতে নিয়ে লম্বা শেপ দিতে হবে। ল্যাংচার আকার লম্বাই হয়, কিন্তু এই খামির দিয়ে গোলাপজাম করতে গেলে শেপ গোল আকৃতির দিতে হবে।এই পরিমান উপকরণে মিডিয়াম ল্যাংচা ১০-১১ পিস হবে। সবগুলো ল্যাংচা রেডি হয়ে গেলে চুলায় সসপ্যানে পরিমাণ মতো তেল হাল্কা আঁচে গরম করতে হবে।

  4. 4

    ল্যাংচাগুলো ডুবো তেলে ভাজতে হবে সময় নিয়ে। লক্ষ্য রাখতে হবে যেন মিষ্টি তলায় লেগে না যায়। মিষ্টিগুলো যখন ফুলে ভেসে উঠবে তেলে তখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে হবে। গাঢ় সোনালি রঙ ধারণ করলে মিষ্টিগুলো তেল হতে তুলে কিচেন টিসু দিয়ে কিছুক্ষণ জড়িয়ে রাখতে হবে তেল শুষে নেবার জন্য। ৫/৭ মিনিট এভাবে রেখে দিন।

  5. 5

    অন্য চুলায় শিরাটাকে আবার ফুটিয়ে নিতে হবে। এবার ফুটন্ত শিরায় মিষ্টিগুলো দিয়ে ফুল আঁচে ১০ মিনিট রাখতে হবে। মাঝে মধ্যে ঢাকনা খুলে লম্বা হাতা দিয়ে মিষ্টিগুলো নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকবে, ভয় পাবার কিচ্ছু নেই। হাড়ি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে মিষ্টি পাত্রে তুলে নিতে হবে।

  6. 6

    হয়ে গেল ইয়াম্মি মজাদার কেমিক্যাল মুক্ত ল্যাংচা। (টিপস:- গরম ভাজা মিষ্টিগুলো সংগে সংগে শিরায় না দেওয়াই ভালো। চুপসে যাবার সম্ভাবনা থাকে।)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah
রান্না করতে ভাঌল লাগেনতুন কত কিছু,জোগাড়ের আয়োজনপড়ে না যেন পিছু।রান্না একটি শখের জিনিসমন দিলেই হয়,তেল, ঝাল, মশলাঠিক তাতে রয় ॥
আরও পড়ুন

Similar Recipes