ফুচকা(fuchka recipe in Bengali)

Debjani Sarkar
Debjani Sarkar @cook_24978612

#স্ন্যাক্স #hooghlyfoodiesclub

ফুচকা(fuchka recipe in Bengali)

#স্ন্যাক্স #hooghlyfoodiesclub

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘণ্টা
৪ জন
  1. ১ কাপ ময়দা
  2. ২ কাপ সুজি
  3. ১ চিমটি বেকিং সোডা
  4. পরিমাণমতো সাদা তেল
  5. ১/২কাপ তেতুঁল
  6. পরিমাণমতো জল
  7. ১ টেবিল চামচ লঙ্কা কুচি
  8. পরিমাণমতো ধনে পাতা কুচি
  9. ১ টি গন্ধরাজ লেবু
  10. ২ টি সিদ্ধ করা আলু
  11. ১ চা চামচ ভাজা জিরে গুঁড়া
  12. ১ টাপেঁয়াজ কুচি
  13. ১/২কাপআধ ছোলা মটর সিদ্ধ
  14. স্বাদ অনুযায়ীলবণ

রান্নার নির্দেশ সমূহ

১ঘণ্টা
  1. 1

    সুজি ও ময়দার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে গরম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে সেটিকে আধ ঘন্টা একটি ভেজা কাপড়ে ঢেকে রেখে দিতে হবে।

  2. 2

    কিছুক্ষণ পর ময়দা ও সুজির মিশ্রণ থেকে ছোটো ছোটো লেচি কেটে বেলে সেগুলিকে সাদা তেলে ভেজে রেখে দিতে হবে।

  3. 3

    ফুচকা তৈরি হয়ে গেলে আলু ও তেতুঁল জল টা তৈরি করতে হবে। একটি পাত্রে জল ও তেতুঁল মেখে তেতুঁল এর দানা গুলো ফেলে দিতে হবে। এরপর তেতুঁল জলটি পরিমাণমতো নুন, ভাজা জিরে গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, ধনেপাতা কুচি ও লঙ্কা কুচি দিয়ে তৈরি করে নিতে হবে।

  4. 4

    আলুর মিশ্রণ বানানোর জন্য একটি পাত্রে আলু সেদ্ধ, নুন, পেয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ছোলা মটর সেদ্ধ, ভাজা জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি ও আধ চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে মেখে নিতে হবে।

  5. 5

    সবশেষে ফুচকা গুলির মধ্যে আলুর পুর ও তেতুঁল গোলা জল দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Sarkar
Debjani Sarkar @cook_24978612

Similar Recipes