আলু কাবলি (Aloo kabli recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#নোনতা
খুব লোভনীয় একটি খাবার। খুব সহজেই তৈরি করা যায়।

আলু কাবলি (Aloo kabli recipe in Bengali)

#নোনতা
খুব লোভনীয় একটি খাবার। খুব সহজেই তৈরি করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০-১৫ মিনিট
২ জনের
  1. ২ টো আলু
  2. ১ টা পেঁয়াজ কুচি
  3. ২ টো কাঁচা লংকা কুচি
  4. ১ টা টমেটো কুচি
  5. ৩-৪ টেবিল চামচ শসা কুচি
  6. ৩ টেবিল চামচ কাঁচা ছোলা
  7. ৩ টেবিল চামচ সেদ্ধ কাবলি ছোলা
  8. ১ টেবিল চামচ ভাজা মশলা
  9. ১/২চা চামচ লংকা গুড়ো
  10. ১/২ চা চামচ চাট মসলা
  11. ১/২ চা চামচ বীট নুন
  12. ৩ টেবিল চামচ তেতুলের মিষ্টি চাটনি
  13. ৪ টেবিল চামচ ঝুড়ি ভাজা

রান্নার নির্দেশ সমূহ

১০-১৫ মিনিট
  1. 1

    প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে।

  2. 2

    তারপর তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর শসা কুচি দিতে হবে।

  3. 3

    তারপর তাতে কাঁচা ছোলা, সেদ্ধ কাবলি ছোলা, ভাজা মশলা, বীট নুন, কাঁচা লংকা কুচি, লংকা গুড়ো আর তেতুলের চাটনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    সব ভালোভাবে মিশিয়ে ওপরে ঝুড়ি ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes