পুর ভরা করোলা (stuffed karela recipe in Bengali)

Soma Roy
Soma Roy @somas_kitchen
Kolkata

#তেঁতো/টক
গরম ভাত আর ঘি এর সাথে খেতে দরুন লাগে।

পুর ভরা করোলা (stuffed karela recipe in Bengali)

#তেঁতো/টক
গরম ভাত আর ঘি এর সাথে খেতে দরুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 সারভিংস
  1. 12টা ছোট সাইজ এর করোলা
  2. 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি
  3. 5 চা চামচবেসন
  4. 1/2 কাপবাদাম কুচি
  5. 2 চা চামচলংকা গুঁড়ো
  6. 2 চা চামচজিরা গুঁড়ো
  7. 2 চা চামচগরমমশলা গুঁড়ো
  8. 2 চা চামচচাট্ মসলা গুঁড়ো
  9. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে করোলা গুলো থেকে বীজ বের করে রাখতে হবে।

  2. 2

    এবার প্যান এ তেল দিয়ে, তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট ভাজার পর,পেঁয়াজ সাইড এ সরিয়ে নিয়ে আরেক সাইড এ বেসন দিয়ে ভাজতে হবে।

  3. 3

    2 মিনিট বেসন ভেজে নেওয়ার পর বাদাম কুচি দিয়ে মিশিয়ে নিয়ে, সাথে সব মসলা দিয়ে মিশিয়ে, শেষে নুন দিতে হবে। পুর তৈরী।

  4. 4

    তারপর এই পুর করোলা গুলোর মধ্যে ভোরে দিতে হবে।

  5. 5

    এবার করাই তে তেল দিয়ে এই পুর ভরা করোলা ভাজতে হবে। সাথে সামান্য জল দিয়ে ঢেকে লো ফ্লেমে সব সাইড ভেজে তুলে নিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soma Roy
Soma Roy @somas_kitchen
Kolkata
আমি একজন হোমমেকার, রান্না করতে খুব ভালোবাসি, রান্না করে মানুষকে খাওয়াতে ভালো লাগে।
আরও পড়ুন

Similar Recipes