কর্ন চিজ ফ্রিটার্স(corn cheese fritters recipe in bengali)

BR
BR @bondovrfood007
Kolkata:India

#monsoon2020
বর্ষার সন্ধ্যায় গরম গরম এই মুখরোচক পদটি সবার মন জয় করবেই।

কর্ন চিজ ফ্রিটার্স(corn cheese fritters recipe in bengali)

#monsoon2020
বর্ষার সন্ধ্যায় গরম গরম এই মুখরোচক পদটি সবার মন জয় করবেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25মিনিট
4জন
  1. 3/4 কাপময়দা
  2. 1/2 কাপসুইট কর্ন দানা
  3. 1/2 কাপদুধ
  4. 50 গ্রামমজোরেলা চিজ
  5. 1টি ডিম
  6. 1টিমাঝারি আকারের পেঁয়াজ
  7. 7/8 টিরসুনের কোয়া
  8. 1গোছা ধনেপাতা
  9. 1/2লেবুর রস
  10. 1 চা চামচবেকিং পাউডার
  11. 1 চা চামচচিলি ফ্লেক্স
  12. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  13. 1/2 চা চামচঅরিগ্যানো
  14. স্বাদমতোনুন
  15. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

25মিনিট
  1. 1

    প্রথমে পেঁয়াজ, রসুন ও ধনেপাতা কুচি করে নিতে হবে। তারপর চিজ গ্রেট করে ডিম ও দুধ বাদে বাকি সব উপকরণ একটি পাত্রে একে একে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    এবারে ডিম ভেঙ্গে সেটা খুব ভালো করে ফেটিয়ে দুধের সঙ্গে মিশিয়ে আরো একবার ফেটিয়ে অল্প অল্প করে কর্ন-চিজের মিশ্রণে ঢেলে মেখে নিতে হবে। মিশ্রণটি বেশ ঘন হবে, যদি কোনো কারণে পাতলা হয়ে যায় তবে আন্দাজ মতো ময়দা যোগ করতে হবে।

  3. 3

    শেষে কড়াইয়ে তেল দিয়ে তা মাঝরি আঁচে গরম করে চামচের সাহায্যে ছোটো ছোটো পকোড়ার আকারে কর্ন-চিজের মিশ্রণটি ভেজে টিস্যু পেপারের সাহায্যে অতিরিক্ত তেল শুষে নিয়ে গরম গরম সস অথবা পছন্দ মতো ডিপ দিয়ে পেশ করে সবাইকে চমকে দিন।

  4. 4

    ডিপ:- দই দিয়ে বানানো আমার ডিপটি এখানে টিপ হিসেবে তুলে ধরলাম। ½কাপ দই এর জল ঝরিয়ে তার সঙ্গে 1টেবিল চামচ সরষে গুঁড়ো, 1টেবিল চামচ অলিভ অয়েল, ½টেবিল চামচ মধু, ½চা চামচ বিটনুন ও ½চা চামচ কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে মিশিয়ে ভালো করে ফেটিয়ে একটি ছোটো বাটিতে ঢেলে নিলেই ডিপ তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
BR
BR @bondovrfood007
Kolkata:India
still learning & trying to create #RECIPES with soulfollow me on:www.instagram.com/br_lovonio
আরও পড়ুন

Similar Recipes