সিনামন রোল (cinnamon roll recipe in Bengali)

Madhumita Biswas Chakraborty
Madhumita Biswas Chakraborty @cook_17539313
বীরনগর

#NoOvenBaking

ঈস্ট ও ওভেন ছাড়া খুব সহজ পদ্ধতিতে সেফ নেহার কাছ থেকে শিখলাম।খেতে ও খুব সুস্বাদু।

সিনামন রোল (cinnamon roll recipe in Bengali)

#NoOvenBaking

ঈস্ট ও ওভেন ছাড়া খুব সহজ পদ্ধতিতে সেফ নেহার কাছ থেকে শিখলাম।খেতে ও খুব সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
6 জনের জন্য
  1. 1 কাপময়দা
  2. 2 চা চামচবেকিং পাউডার
  3. 1/2 চা চামচবেকিং সোডা
  4. 1/4 কাপদুধ
  5. 1 চা চামচভিনিগার
  6. 5 চা চামচবাটার
  7. 2টেবিল চামচ গুঁড়ো চিনি
  8. 1/2 চা চামচসিনামন পাউডার
  9. 1চিমটি লবণ

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    দুধের মধ্যে ভিনিগার মিশিয়ে 10 মিনিট রেখেছি।ময়দা,বেকিং পাউডার, বেকিং সোডা চালনীতে চেলে নিয়েছি।বাটার মিল্ক,বাটার ও লবণ মিশিয়ে ভালো করে মেখে 10 মিনিট ঢেকে রেখেছি।

  2. 2

    একটা থালা আলুমিনিউম ফয়েল দিয়ে মুড়ে নিয়েছি।কড়াইয়ে লবণ দিয়ে স্টান্ড বসিয়ে 10 মিনিট প্রি হিট করে নিয়েছি।চিনি গুঁড়ো, বাটার ও সিনামন পাউডার মিশিয়ে নিয়েছি।ময়দা টা বেলে নিয়েছি চার কোনা করে।তার ওপর চিনি ও সিনামন পাউডার এর মিশ্রণ টা ভালো করে লাগিয়েছি।

  3. 3

    রুটি টা ভাঁজ করে নিয়েছি।6 টা টুকরো করে কেটেছি।একটা টুকরোর মাঝে কেটে পেঁচিয়ে সিনামন রোল করেছি।

  4. 4

    থালার ওপরে কাপ কেকের মোল্ড বসিয়ে তার মধ্যে সিনামন রোল বসিয়ে প্রি হিট কড়াইয়ে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট রেখেছি।গ্যাস অফ করে ঢাকা খুলে বাটার ব্রাশ করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhumita Biswas Chakraborty
বীরনগর
আমি রান্না করতে খুবই ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes