পাউরুটির পকোড়া(Paurutir Pokora recipe in Bengali)

Bidisha Ghosh Hansda
Bidisha Ghosh Hansda @Bidisha_9336296
Konnogor

#monsoon2020
বর্ষাকালের বিকেলে চায়ের সাথে র্সাভ করুন।।

পাউরুটির পকোড়া(Paurutir Pokora recipe in Bengali)

#monsoon2020
বর্ষাকালের বিকেলে চায়ের সাথে র্সাভ করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৭-৮মিনিট।।
৪-৫ জন।।
  1. ১ পাউন্ড পাউরুটি
  2. ২টি পেঁয়াজ কুচি
  3. ১-২ টি লঙ্কা কুচি
  4. ১টি ক্যাপ্সিকাম
  5. ১টি ডিম
  6. প্রয়োজন মতোবিস্কুটের গুঁড়ো
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. 1/2 চামচলঙ্কা গুঁড়ো
  9. স্বাদ মতো নুন ও চিনি
  10. ১চা চামচ আদা কুচি
  11. ১চা চামচ রসুন কুচি
  12. প্রয়োজন মতোসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৭-৮মিনিট।।
  1. 1

    প্রথমে পাউরুটি গুলোকে একটু জলে ভিজিয়ে নিতে হবে।।

  2. 2

    তারপর জল বের করে নিতে হবে।।

  3. 3

    তারপর ওই পাউরুটি গুলোর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কেপসিকাম কুচি দিতে হবে।।

  4. 4

    তারপর তার মধ্যে রসুন কুচি, আদা কুচি দিতে হবে।।

  5. 5

    তারপর ১টি ডিম দিতে হবে।।

  6. 6

    তারপর ½চামচ হলুদ গুরো, লঙ্কা গুরো দিতে হবে।।

  7. 7

    তারপর নুন, চিনি স্বাদ মতো দিতে হবে।।

  8. 8

    তারপর ভালো করে মাখতে হবে।।

  9. 9

    তারপর মেখে গোল গোল করে বিস্কুট গুরো ওপর কোট করতে হবে।।

  10. 10

    তারপর কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে তাতে কোট করা পাউরুটি গুলো ছাড়তে হবে।।

  11. 11

    তারপর হয়ে গেলে গরম গরম র্সাভ করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bidisha Ghosh Hansda
Bidisha Ghosh Hansda @Bidisha_9336296
Konnogor
আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আবার একজন মধ্যবিত্ত পরিবারের বউ। রান্না হল আমার আবেগ। আমার পরিচিতি ❤।
আরও পড়ুন

Similar Recipes