বাসন্তী পোলাও (basanti pulao recipe in Bengali)

CHANDRANI GUHA
CHANDRANI GUHA @cook_24196882

বাসন্তী পোলাও (basanti pulao recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ ১/২ কাপ গোবিন্দ ভোগ চাল
  2. ৩ কাপ জল
  3. স্বাদমতো চিনি
  4. স্বাদমতোলবণ
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ৪ চা চামচ ঘি
  7. প্রয়োজন মতোগোটা গরম মশলা
  8. ২ টো তেজ পাতা
  9. ১/২ চা চামচগরমমশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চাল ভালো করে ধুয়ে ১ঘন্টা ভিজিয়ে রাখলাম।

  2. 2

    জল ঝরিয়ে আদা বাটা, লবণ,চিনি,ঘি,তেজপাতা ও হলুদ, কাজু কিশমিশ দিয়ে মেখে ১/২ ঘন্টা রেখে দিলাম।

  3. 3

    কড়াইতে ঘি দিয়ে তাতে গোটা গরমমশলা দিয়ে মেখে রাখা চালটা দিয়ে নাড়তে থাকলাম।

  4. 4

    সুন্দর গন্ধ বের হলে পরিমাণ মতো জল দিয়ে গ্যাস কমিয়ে ঢেকে দিলাম।

  5. 5

    ৫মিনিট পর জল শুকিয়ে গেলে হাল্কা হাতে নেড়ে ঘি ও গরমমশলা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিলাম ।তৈরি হয়ে গেল ঝড়ঝড়ে বাসন্তী পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
CHANDRANI GUHA
CHANDRANI GUHA @cook_24196882

Similar Recipes