চকলেট চিপ কুকিজ আর টু ইন ওয়ান কুকিজ (chocolate chips and two in one cookies recipe in Bengali)

Saheli Dey Bhowmik
Saheli Dey Bhowmik @cook_25230915

#NoOvenBaking
মাস্টারশেফ নেহার রেসিপি থেকে শিখে বানিয়েছি এই দুরকম কুকিজ।সব জিনিস ঠিকমতো না পাওয়ায় নিজের মতো পরিবর্তন এনেছি।

চকলেট চিপ কুকিজ আর টু ইন ওয়ান কুকিজ (chocolate chips and two in one cookies recipe in Bengali)

#NoOvenBaking
মাস্টারশেফ নেহার রেসিপি থেকে শিখে বানিয়েছি এই দুরকম কুকিজ।সব জিনিস ঠিকমতো না পাওয়ায় নিজের মতো পরিবর্তন এনেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জনের জন্য
  1. ১ কাপ ময়দা
  2. ১/২ চা চামচ বেকিংপাউডার
  3. ১ চিমটি বেকিং সোডা
  4. ১/২ কাপ চিনি
  5. ১ চা চামচ কোকোয়া পাউডার
  6. ২ টেবিল চামচ মাখন
  7. পরিমান মতোচকলেট
  8. প্রয়োজন অনুযায়ী দুধ

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে একটা বাটিতে মাখন আর চিনি নিয়ে ভালো করে সেটা মিশিয়ে নিতে হবে। তারপর একে একে ময়দা, বেকিংপাউডার, বেকিংসোডা আর সামান্য দুধ দিয়ে ভালো করে মেখে একটা নরম ডফ বানিয়ে নিতে হবে।

  2. 2

    এবার ডফটা দুটো ভাগ করে একটা ভাগে কোকোয়া পাউডার মিক্স করে আরেকটু ভালো করে মেখে দুটো ডফকেই লম্বা লেচি মতো করে তা থেকে ছোট ছোটো টুকরো কেটে নিতে হবে।

  3. 3

    এবার ছোটো টুকরো গুলোকে জুড়ে হাতের তালুতে গোল গোল করে নিয়ে একটু চেপে কুকিজ এর আকার দিতে হবে।

  4. 4

    তারপর একটা প্লেটে সামান্য তেল লাগিয়ে কুকিজ গুলো রেখে দিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে তাতে লবণ দিয়ে একটা স্ট্যান্ড রেখে ১০মিনিট প্রিহিট করে কুকিজ এর প্লেটটা স্ট্যান্ডের ওপর বসিয়ে লো ফ্লেম এ ২০ মিনিট বেক করে নিলেই রেডি এই টু-ইন-ওয়ান cookies।

  5. 5

    আর চকলেট চিপ কুকিজ এর জন্য একইভাবে ময়দা, চিনি, মাখন, বেকিংপাউডার, বেকিংসোডা, কোকোয়া পাউডার আর সামান্য দুধ দিয়ে মেখে ছোটো ছোটো বল বানিয়ে নিতে হবে।

  6. 6

    এবার বলগুলো হাতের সাহায্যে চ্যাপ্টা করে তাতে চকলেট চিপস লাগিয়ে একই ভাবে বেক করে নিলেই রেডি এই চকলেট চিপ কুকিজ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Dey Bhowmik
Saheli Dey Bhowmik @cook_25230915

Similar Recipes