আলু কুলচা(Aloo kulcha recipe in bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#ময়দা
এটি পাঞ্জাবি দের একটি পছন্দের খাবার। এটি খেতে খুব সুস্বাদু। এটি সম্পূর্ণ ময়দা দিয়ে ই তৈরি হয়। আর ময়দা তো পুষ্টিকর ও আমাদের শরীরের পক্ষে।

আলু কুলচা(Aloo kulcha recipe in bengali)

#ময়দা
এটি পাঞ্জাবি দের একটি পছন্দের খাবার। এটি খেতে খুব সুস্বাদু। এটি সম্পূর্ণ ময়দা দিয়ে ই তৈরি হয়। আর ময়দা তো পুষ্টিকর ও আমাদের শরীরের পক্ষে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ৩ কাপ ময়দা
  2. ৫ চা চামচ মাখন
  3. ১চা চামচ চিনি
  4. ১কাপদুধ
  5. ১চা চামচনুন
  6. ১ চা চামচ বেকিং পাউডার
  7. ২টি বড় সেদ্ধ করা আলু
  8. ১চা চামচ চাট্ মশলা
  9. ২ টি কাঁচা লঙ্কা কুচি
  10. ১চা চামচ আদা বাটা
  11. ৪ টেবিল চামচ ঘি
  12. ২টেবিল চামচ সাদা তেল
  13. ১/২ চা চামচ কালো জিরা
  14. ১চা চামচ ধনে গুঁড়ো
  15. ১ চা চামচ জিরে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে ময়দা তে নুন, চিনি,বেকিং পাউডার, কিছুটা মাখন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে ময়দা মেখে নিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দিয়েছি।

  2. 2

    এবারে কড়ায়ে তেল দিয়ে ঐ সেদ্ধ করা আলু চটকে দিয়ে দিয়েছি আর সব গুঁড়ো মশলা, বাটা মশলা দিয়ে পুর টা তৈরি করে নিয়েছি।

  3. 3

    এখন ঐ ময়দা মাখা টা তে যে মাখন টা ছিলো সেটা দিয়ে আবারো মেখে নিয়েছি। এবার লেচি কেটে ডো তৈরি করে ভেতরে পুর ভরে বেলে নিয়েছি।

  4. 4

    তারপর চাটু তে দিয়ে এক পিঠ সেকে নিয়ে অন্য পিঠে ঘি, কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। হয়ে গেলো আলু কুলচা রায়তা র সাথে দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

Similar Recipes