মুগের ভাজা পুলি(muger vaja puli recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#ডাল/চিকেন
#আমরা দশভূজা
শীতকালেই হয় যত পিঠের উৎসব।খেজুরের গুড়ের গন্ধে ম-ম ক'রে যখন চারিদিক,তখন ভোজন-রসিক বাঙালি মেতে ওঠে তার স্বাদ আস্বাদনে।বানিয়ে ফেলে বিভিন্ন ধরণের পিঠে-পুলি-পায়েস-মিষ্টি।মুগের ভাজা পুলি যেন স্বাদে সবার সেরা😊পায়েস অবশ্য একদম শীর্ষে।আমরা আজ তারই স্বাদ-গ্রহণ করবো😋

মুগের ভাজা পুলি(muger vaja puli recipe in Bengali)

#ডাল/চিকেন
#আমরা দশভূজা
শীতকালেই হয় যত পিঠের উৎসব।খেজুরের গুড়ের গন্ধে ম-ম ক'রে যখন চারিদিক,তখন ভোজন-রসিক বাঙালি মেতে ওঠে তার স্বাদ আস্বাদনে।বানিয়ে ফেলে বিভিন্ন ধরণের পিঠে-পুলি-পায়েস-মিষ্টি।মুগের ভাজা পুলি যেন স্বাদে সবার সেরা😊পায়েস অবশ্য একদম শীর্ষে।আমরা আজ তারই স্বাদ-গ্রহণ করবো😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

আনুমানিক ১ঘন্টা
৪-৬জন
  1. নারকেলের পুর:-
  2. ১কাপ নারকেল কোড়া
  3. ১.৫কাপ খেজুরের গুড়(স্বাদ অনুযায়ী)
  4. ২টেবিলচামচ আমূল পাউডার
  5. ২টেবিলচামচ ঘন দুধ
  6. চিনির সিরা:-
  7. ১/২কাপ জল
  8. ১'৫কাপ চিনি
  9. মুগের ডো:-
  10. ১কাপ ড্রাই-রোস্ট করা মুগ ডালের পাউডার বা আটা
  11. ১কাপ জল
  12. ১/৪কাপ সেদ্ধ চালের গুঁড়ো
  13. ১/৪চা চামচ নুন
  14. ৪টেবিলচামচ চিনি
  15. ১/৩ চা চামচ ঘি
  16. পরিমাণ মতো ভাজার জন্য রিফাইন্ড অয়েল

রান্নার নির্দেশ সমূহ

আনুমানিক ১ঘন্টা
  1. 1

    পুর তৈরি করে নিতে হবে প্রথমে।ফ্রাইপ্যানে নারকেল কোড়া,খেজুরের গুড় দিয়ে বসিয়ে দিতে হবে গ্যাসে।গুড় গলে গেলে ঘন দুধ দিয়ে নাড়িয়ে নিতে হবে।ফুটে যখন একটু শুকনো হয়ে আসবে এই নারকেল,তখন মিশিয়ে দিতে হবে আমূল পাউডার।কোথাও গুটলি থাকবে না এমনভাবে স্প্যাচুলা দিয়ে ক্রমাগত নেড়ে নেড়ে একদম শুকিয়ে এলে তৈরি হয়ে যাবে নারকেলের পুর।

  2. 2

    এক কাপ মুগডাল শুকনো খোলায় ভেজে নিতে হবে একটু লাল করে।ঠান্ডা হলে মিক্সিতে পিষে এর আটা তৈরি করে নিতে হবে।তারপর চেলে নিতে হবে চালুনিতে, পেয়ে যাবে মিহি পাউডার।

  3. 3

    কড়াই বসিয়ে দিতে হবে গ্যাসে এক কাপ জল ও পরিমান মতো নুন দিয়ে।জল ফুটে উঠলে গ্যাসের পাওয়ার লো তে রেখে আগে দেওয়া হবে সেদ্ধ চালের গুঁড়ো।স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়েই দিতে হবে মুগডালের আটা।এক মিনিট মতো গ্যাসের উপরে রেখেই গ্যাস অফ করে এবারে মিশিয়ে নিতে হবে ভালো করে দুরকমের আটা।চিনি দিয়ে মেখে একটা মসৃন ডো তৈরি হলে হাতে ঘি ভরিয়ে আরেকটু মেখে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।

  4. 4

    এবারে এর থেকে মাঝারি বা ছোট মাপের লেচি কেটে হাতে ঘুরিয়ে গোল করে নিতে হবে। মাঝখানে আঙ্গুল দিয়ে গর্ত করে বাটির মতো বানিয়ে মাঝখানে পুর ভরে মুখ বন্ধ করে দিতে হবে ভালো করে।এভাবেই সব গুলো বানিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।

  5. 5

    মোটা পুরু কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে বসিয়ে দিতে হবে গ্যাসে।গরম তেলে ভেজে নিতে হবে এই বানিয়ে রাখা মুগের পুলি গুলো গোল্ডেন করে।যে ক'টা ধরবে তেমন দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এক এক ব্যাচে এই মুগের পুলি।এই অবস্থায়ও খুব খেতে ভালো লাগে গরম বা ঠান্ডা যাই হোক না কেন।

  6. 6

    এবারে এই মুগের পুলির জন্য সিরা বানাতে হবে।উপরে উল্লেখিত জল ও চিনি দিয়ে ফুটিয়ে একটা চটচটে ঘন রস বানিয়ে এতে এই ভেজে রাখা মুগের পুলিগুলো সব দিয়ে মাখিয়ে নিতে হবে বেশ করে।এই সময় গ্যাসের ফ্লেম থাকবে লো।মেশানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে আরেকটু এপাশ-ওপাশ করে নাড়িয়ে নিলেই চিনির আস্তরণ পড়বে সুন্দর ভাবে মুগের পুলির গায়ে।

  7. 7

    এই অবস্থায় দেখতে যেমন আকর্ষণীয় হয়ে উঠবে সে,ততোটাই খেতে হবে অমৃত-স্বরূপ।গরম গরম ভাজা মুগের পুলি কিন্তু...…😋😋উঁহু.... বানিয়ে খেয়ে দেখেই বুঝতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes