এগলেস চকলেট কেক (eggless chocolate cake recipe in Bengali)

Debalina Mukherjee
Debalina Mukherjee @cook_18210623

#NoOvenBaking
মাস্টার শেফ নেহা জীর থেকে আমরা আরো একটি নন ওভেন বেকিং সিরিজের আরো একটি রেসিপি শিখে ফেলেছি। এই রেসিপির বিশেষত্ব হল নেহা জী যে, শুধু আমাদের ওভেন ছাড়া কেক বেক করতে শেখায় নি তার সাথে প্রতিটি ধাপের প্রতিটি তে একটা সুন্দর নির্দেশিকা দিয়ে আমাদের একটি সুন্দর চকলেট কেক এবং প্রতি ধাপে ধাপে শিখিয়ে একটি ডেকোরেটিং চকলেট কেক কিভাবে করা যায় তার সম্বন্ধে একটা বিশাল ধারণা দিয়ে দিয়েছেন আর এই কেকের বিশেষত্ব হল, সাধারণত কেকে আমরা ডিম ও ময়দা ব্যবহার করে থাকি কিন্তু এই কেকে আমরা ডিম ব্যবহার করিনি এবং বিশেষত্ব আনার জন্য আটা দিয়ে কেক বানিয়েছেন। নেহা জির মতো করে কেকটা বানিয়েছি আমি এবং এটা খেতে এবং দেখতে খুবই সুন্দর হয়েছে।

এগলেস চকলেট কেক (eggless chocolate cake recipe in Bengali)

#NoOvenBaking
মাস্টার শেফ নেহা জীর থেকে আমরা আরো একটি নন ওভেন বেকিং সিরিজের আরো একটি রেসিপি শিখে ফেলেছি। এই রেসিপির বিশেষত্ব হল নেহা জী যে, শুধু আমাদের ওভেন ছাড়া কেক বেক করতে শেখায় নি তার সাথে প্রতিটি ধাপের প্রতিটি তে একটা সুন্দর নির্দেশিকা দিয়ে আমাদের একটি সুন্দর চকলেট কেক এবং প্রতি ধাপে ধাপে শিখিয়ে একটি ডেকোরেটিং চকলেট কেক কিভাবে করা যায় তার সম্বন্ধে একটা বিশাল ধারণা দিয়ে দিয়েছেন আর এই কেকের বিশেষত্ব হল, সাধারণত কেকে আমরা ডিম ও ময়দা ব্যবহার করে থাকি কিন্তু এই কেকে আমরা ডিম ব্যবহার করিনি এবং বিশেষত্ব আনার জন্য আটা দিয়ে কেক বানিয়েছেন। নেহা জির মতো করে কেকটা বানিয়েছি আমি এবং এটা খেতে এবং দেখতে খুবই সুন্দর হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 ঘন্টা
6 জনের জন্য
  1. ড্রাই উপাদান:
  2. 3/4 কাপআটা
  3. 2টেবিল চামচ কোকো পাউডার
  4. 1/2 চা চামচবেকিং সোডা
  5. 1 চিমটেনুন
  6. 1/2 কাপকাস্টার চিনি (ক্যাস্টর চিনি না থাকলে রেগুলার চিনি গুঁড়ো করে ব্যবহার করতে হবে।এক্ষেত্রে গুড়ো চিনির পরিমাণ হল 100 গ্রাম)
  7. তরল উপাদান বা ওয়েট ইনডিগ্রেন্টস:
  8. 1/2 কাপজল
  9. 1 চা চামচইনস্ট্যান্ট কফি পাউডার (ইচ্ছে হলে দিতে পারি)
  10. 2 চা চামচভিনিগার
  11. 3 টেবিল চামচফ্লেবার লেস অয়েল যেমন সয়াবিন অয়েল অথবা সানফ্লাওয়ার অয়েল
  12. 1 চা চামচভ্যানিলা এসেন্স
  13. চকলেট গানাশ এর জন‍্য:
  14. 100 গ্রামচকলেট
  15. 50 গ্রামফ্রেশ ক্রিম (চকলেট এবং ফ্রেশ ক্রিম 2:1অনুপাতে মেশাতে হবে)
  16. পরিমাণ মতোসাজানোর জন্য চেরি এবং সিলভার বল

রান্নার নির্দেশ সমূহ

2 ঘন্টা
  1. 1

    প্রথমে একটা কেক টিন নেব যেটা মিনিমাম ছয় ইঞ্চি পুরু হবে।প্রথমে যে পাত্রে কেক তৈরি করব, সেই কেক টিনের পাত্র টা তেল দিয়ে ভালোভাবে গ্রিজ করে নিয়ে,তার উপর একটা বাটার পেপার দিয়ে দেব। কেক বানানোর সমস্ত উপকরণ গুলো একসাথে জড়ো করে নিলাম।

  2. 2

    এরপর গ্যাসে একটা কড়াই বসাবো এবং তাতে এক কাপ নুন দেব এবং নুন এর মধ্যেই একটা পুরো স্ট্যান্ড বসাব। কড়াই টা এরপর মিডিয়াম ফ্লেমে প্রি হিট করে নেব আট থেকে দশ মিনিট।

  3. 3

    এই সময়ের মধ্যে খানে, একটা বড় পাত্র নেব এবং তার উপর একটা ছাঁকনি বা চালনী বসাবো এবং তার মধ্যে ড্রাই উপাদান যেমন আটা,কোকো পাউডার, বেকিং সোডা এবং নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চামচের সাহায্যে পিষে এই উপাদান গুলি চেলে নেব। এবার এর মধ্যে ক‍্যাস্টার সুগার থাকলে ক‍্যাস্টার সুগার, আর কাস্টার সুগার না থাকলে গুঁড়ো চিনি টা ব্যবহার করবো এবং উপাদানগুলির সাথে ভালো করে মিশিয়ে নেব

  4. 4

    এবার অন্য একটি পাত্রে তরল উপাদান বা ওয়েট উপাদানগুলি এক এক করে যেমন জল, ইনস্ট্যান্ট কফি পাউডার(ইচ্ছে হলে)ফ্লেবার লেস অয়েল যেমন সানফ্লাওয়ার অয়েল বা রিফাইন্ড অয়েল ভিনিগার এবং ভ্যানিলা এসেন্স খুব ভালো করে মেশাবো। কড়াই প্রি হিট হলে তবেই ড্রাই উপাদানের সাথে ওয়েট উপাদান মেশাবো। যতক্ষণ না কড়াই প্রি হিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ড্রাই উপাদান ও ওয়েট উপাদান একসাথে মিশাবো না। এবার ওয়েট উপাদানের সাথে আস্তে আস্তে ড্রাই উপাদান মেশাবো খুব ভালো করে এবং খুব বেশি মিক্সিং করব না।

  5. 5

    এবার বাটার পেপার লাগানো কেকের পাত্রে মিক্সিং টা স্মুথলী ঢেলে দেবো। এবার কেকের পাত্রটা প্রিহিটেড কড়াইয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে রেখে দেব এবং হাই ফ্লেমে 10 মিনিট এবং তারপর মিডিয়ামে ফ্লেমে কুড়ি থেকে 25 মিনিট রাখব। কড়াই ঢাকা দিয়ে রাখব।

  6. 6

    তারপর কেকের সেন্টারটা কুড়ি থেকে 25 মিনিট পর টুথপিক দিয়ে দেখে নেব। যদি কিছু লেগে না থাকে তাহলে বুঝবো কেক হয়ে গেছে এবং গ্যাস অফ করে দেবো।

  7. 7

    এবার বাইরে কেকটা এনে 5 থেকে 7 মিনিট এমনি ঠান্ডা করব। তারপর এর উপর ব্রাশ দিয়ে দুধ ব্রাশ করবো যাতে কেকের উপর টা সফ্ট থাকে তারপর কেকের চারপাশে ছুরি দিয়ে ঘুরিয়ে নিয়ে পাত্র থেকে কেক টা বের করে নিয়ে ওয়‍্যার র‍্যাকে রেখে দিয়ে, তারওপরে মসলিন কাপড় দিয়ে চাপা দিয়ে কেক টা ঠান্ডা করতে দেবো প্রায় এক ঘন্টা।

  8. 8

    কেক টা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কেকের পেছন থেকে বাটার পেপারটা খুব সন্তর্পনে খুলে নেবো,এবার একটা পাত্রে 2:1 অনুপাতে চকলেট এবং ফ্রেশ ক্রিম মেশাবো অর্থাৎ 100 গ্রাম চকলেট এর সাথে 50 গ্রাম ফ্রেশ ক্রীম। মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপর এই মিশ্রণটি দুইভাগে ভাগ করে নেব একটা ভাগ কেকের উপরে সুন্দর ভাবে স্প্রেড করিয়ে দেব। অপর ভাগের সাথে আরো একটু ফ্রেশ ক্রিম মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্রিজে 30 মিনিট রেখে দেব ঠান্ডা করতে।

  9. 9

    কেকের উপর চকোলেটের মিশ্রণটা খুব ভালোভাবে মেশাবো যাতে একটা গ্লেজ এর মতো দেখতে হয়।

  10. 10

    এবার ফ্রিজে রাখা চকলেটের মিশ্রণটি বাইরে এনে বিটার এর সাহায্যে খুব ভালোভাবে বিট করে নেব এবং তারপর একটা কাপের উপর পাইপিং ব্যাগ রেখে এবংতার মধ্যে একটা ন‍্যাজল ঢুকিয়ে,পাইপিং ব্যাগ তার মধ্যে ওই বিট করা চকলেটের মিশ্রণটা ঢুকিয়ে দেবো। পাইপিং ব্যাগ এর সামনে কাঁচিদিয়ে একটু কেটে নেব।

  11. 11

    এবার আমি দু রকম ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি।একটা ডিজাইন, কেকের উপরে বিট করা চকলেটের মিশ্রণটা দিয়ে একটা চকোলেট গ্লেজ আনার চেষ্টা করেছি। তার উপরে সিলভার বল এবং চেরি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি।

  12. 12

    আরেকটা ভাগে কেক টা একটু কেটে নিয়ে,তার উপরে পাইপিং ব্যাগ দিয়ে একটা ফ্লাওয়ার ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি।

  13. 13

    হয়ে গেলে সুন্দরভাবে সাজিয়ে ট্রে বা প্লেটে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debalina Mukherjee
Debalina Mukherjee @cook_18210623

Similar Recipes