রেড ভেলভেট কেক (Red Velvet Cake recipe in bengali)

Mousumi Sengupta
Mousumi Sengupta @cook_24680341

#kreativekitchens
কেক আমাদের ছোট বড় সবার ই খুব লোভনীয়।। প্রিয় মানুষের জন্মদিনে বানিয়েছিলাম এই কেকটি।।।।তাই এটা আমার কাছে খুবই প্রিয়।।।।

রেড ভেলভেট কেক (Red Velvet Cake recipe in bengali)

#kreativekitchens
কেক আমাদের ছোট বড় সবার ই খুব লোভনীয়।। প্রিয় মানুষের জন্মদিনে বানিয়েছিলাম এই কেকটি।।।।তাই এটা আমার কাছে খুবই প্রিয়।।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৫ জন
  1. ১কাপ ময়দা
  2. ১/২কাপ চিনি
  3. ১/২কাপ সাদা তেল
  4. ৩টিডিম
  5. ১ চা চামচ বেকিং পাউডার
  6. ১চা চামচ ভ্যানিলা এসেনস
  7. ১/২চা চামচ লাল ফুড কালার

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে আমি একটা পাত্রে ডিম আর তেল কে ফেটিয়ে নিয়েছি।

  2. 2

    অপরদিকে আর একটা পাত্রে চালনিতে চেলে নিয়েছি ময়দা আর চিনি (চিনি টাকে মিক্সি তে গুড়ো করে নিয়েছি।

  3. 3

    এবার ময়দা আর চিনির পাত্রে ডিম আর তেলের মিশ্রন কে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ।।

  4. 4

    এবার ঐ মিশ্রন এ আরো দিয়েছি,,বেকিং পাউডার,এসেনস আর লাল ফুড কালার। ।।।

  5. 5

    সব কিছু মিলিয়ে একটা পাত্রে তেল মাখিয়ে ও সামান্য ময়দা ছিটিয়ে কেক তৈরীর পুরো মিশ্রন টা তেল মাখানো পাত্রে ঢেলে দিয়েছি। ।।

  6. 6

    এবার পাত্র টিকে মাইকোওভেন এ ১৮০ডিগ্রি তে দিয়ে ৪৫ মিনিট কনভেকশন এ দিয়েছি। ।।

  7. 7

    ৪৫মিনিট পর মাইকোওভেন থেকে বের করে কেক টার সোজা দিকটা আমি ছুরি দিয়ে পাতলা করে কেটে নিয়েছি। ।।

  8. 8

    এবারে কেকটাকে উল্টে নিয়ে কেক এর গায়ে সাদা মাখন লাগিয়ে দিয়ে,,,কেক এর ছুরি দিয়ে কেটে রাখা দিকটা হাত দিয়ে গুড়ো করে কেক এর উপর ছড়িয়ে দিয়েছি। ।

  9. 9

    স্বাদে ও দর্শনে খুব সুন্দর হয়েছিলো এই 'রেড ভেলভেট কেক '

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Sengupta
Mousumi Sengupta @cook_24680341
আমি একজন হোমমেকার,,,ভালোবাসি নতুন নতুন রেসিপি খুঁজে রান্না করতে ,,আর সেই রান্না সুন্দরভাবে পরিবেশন করে সবাই কে খাওয়াতে।
আরও পড়ুন

Similar Recipes