গুঁড়ো দুধের গুজিয়া (guro dudher gujiya recipe in bengali)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী

পূজো পার্বণে ভগবানের নৈবেদ্যে গুজিয়া খুবই জনপ্রিয় । বাড়িতে চটজলদি অল্প কিছু উপাদান দিয়ে সহজেই বানানো যায় এই মিষ্টি । আসুন দেখে নি এই রেসিপি ।

গুঁড়ো দুধের গুজিয়া (guro dudher gujiya recipe in bengali)

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী

পূজো পার্বণে ভগবানের নৈবেদ্যে গুজিয়া খুবই জনপ্রিয় । বাড়িতে চটজলদি অল্প কিছু উপাদান দিয়ে সহজেই বানানো যায় এই মিষ্টি । আসুন দেখে নি এই রেসিপি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপগুঁড়ো দুধ
  2. 1/2 কাপদুধ (ফুল ফ্যাট)
  3. 1/4 কাপকনডেন্সড মিল্ক
  4. 2টেবিল চামচ চিনির গুঁড়ো
  5. 2 চা চামচঘি
  6. 1/2 চা চামচএলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে দুধ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে । এর পর গুড়ো দুধ অল্প অল্প করে দুধে মিশিয়ে নিতে হবে যাতে কোন ডেলা না হয় ।

  2. 2

    এরপর এতে কনডেন্সড মিল্ক ও এলাচ গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কম আঁচে ক্রমাগত নাড়তে হবে । শুকিয়ে আস্তে থাকলে চিনির গুড়ো দিয়ে আবারও মিশ্রণটি ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মিশ্রণটি কড়াই থেকে ছেড়ে আসতে থাকে। তারপর মিশ্রণটি কে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করতে হবে।

  3. 3

    মিশ্রণটি ঠান্ডা হলে হাতে ঘি লাগিয়ে, অল্প একটু পরিমাণ হাতে নিয়ে রোল করে লম্বা করে নিতে হবে,তারপর দুই প্রান্ত মুখের কাছে হাত দিয়ে চেপে দিলেই তৈরী গুজিয়া ।

  4. 4

    এরপর 30মিনিট ফ্রিজে রেখে একটু সেট করে নিলেই তৈরি সুস্বাদু গুড়ো দুধের গুজিয়া ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

Similar Recipes