সুজির গোলাপজাম (soojir golapjam recipe in bengali)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

#ebook2
#রথযাত্রা/ জন্মাষ্টমী

বাড়ির কোনো পূজো বা উৎসব মিষ্টি ছাড়া অসম্পূর্ণ । বাড়ির তৈরী গরম গরম গোলাপজামের জুরি মেলা ভার। মাত্র কিছু উপাদান দিয়ে সহজেই বানানো যায় এই মিষ্টি ।

সুজির গোলাপজাম (soojir golapjam recipe in bengali)

#ebook2
#রথযাত্রা/ জন্মাষ্টমী

বাড়ির কোনো পূজো বা উৎসব মিষ্টি ছাড়া অসম্পূর্ণ । বাড়ির তৈরী গরম গরম গোলাপজামের জুরি মেলা ভার। মাত্র কিছু উপাদান দিয়ে সহজেই বানানো যায় এই মিষ্টি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4জন
  1. 1 কাপসুজি
  2. 1/2 কাপদুধ
  3. 2টেবিল চামচ চিনি
  4. প্রয়োজনমতোভাজার জন্য সাদা তেল
  5. 1টেবিল চামচ ঘি
  6. চিনির রস তৈরী করার জন্য
  7. 1 কাপচিনি
  8. 1 কাপজল
  9. 1/4 চা চামচএলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সুজিটা মিক্সিতে ঘুরিয়ে একদম মিহি করে নিতে হবে।

  2. 2

    তারপর একটা কড়াইতে ঘি গরম করে তার মধ্যে দুধ ঢেলে দিতে হবে। দুধ গরম হলে তার মধ্যে অল্প অল্প করে সুজি মেশাতে হবে আর ক্রমাগত নাড়তে হবে যাতে ডেলা না পাকিয়ে যায় । এর মধ্যে চিনি দিয়ে নাড়তে হবে । তারপর মিশ্রণটি মন্ড আকারে কড়াই থেকে ছেড়ে এলে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করতে হবে।

  3. 3

    একটু গরম অবস্থায় হাতে ঘি মাখিয়ে মন্ড থেকে ছোট ছোট টুকরা কেটে হাতে চেপে চেপে গোল করে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে লাল লাল করে গোল বলগুলো ভেজে নিতে হবে ।

  4. 4

    চিনির রস তৈরী করার জন্য একটি পাত্রে সমপরিমাণ চিনি ও জল একসাথে ফুটিয়ে চিটচিটে রস তৈরী করতে হবে কিন্তু কোনো তার তৈরী হবে না । রস তৈরীর সময় এলাচ গুড়ো দিয়ে দিতে হবে । এর মধ্য ভাজা গোলাপজাম গুলো দিয়ে 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 30 মিনিট রাখতে হবে। ব্যাস তৈরী গরম গরম সুজির নরম গোলাপজাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

মন্তব্যগুলি (5)

Similar Recipes