চালকুমড়োর ছেঁচকি (chalkumror chenchki recipe in bengali)

Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

#দৈনন্দিন রেসিপি
চালকুমড়ো বাঙালীর এক অত্যন্ত প্রিয় সব্জি যা বিভিন্ন ভাবে রাঁধা যায় ।সেইরকমই একটি পদ চালকুমড়োর ছেচকি আজ তৈরী করেছি । চটজল্দি রান্না করা যায় এই পদটি খুবই সুস্বাদু ।

চালকুমড়োর ছেঁচকি (chalkumror chenchki recipe in bengali)

#দৈনন্দিন রেসিপি
চালকুমড়ো বাঙালীর এক অত্যন্ত প্রিয় সব্জি যা বিভিন্ন ভাবে রাঁধা যায় ।সেইরকমই একটি পদ চালকুমড়োর ছেচকি আজ তৈরী করেছি । চটজল্দি রান্না করা যায় এই পদটি খুবই সুস্বাদু ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম চাল কুমড়ো (ঝিরি -ঝিরি করে কেটে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা)
  2. ৪ টেবিল চামচ নারকেল কুচোনো(ভেজে বেটে রাখা)
  3. ৩ টেবিল চামচ ঘি
  4. ১ /২ টেবিল চামচ জিরে গুঁড়ো
  5. ১ /২ টেবিল চামচ ধনে গুঁড়ো
  6. স্বাদ মতো নুন
  7. ২ টেবিল চামচ চিনি
  8. ২ টি গোটা শুকনো লংকা
  9. ১ টি তেজপাতা
  10. ১ চা চামচ গোটা জিরে
  11. ২ টি দারচিনি (ছোট)
  12. ২ টি ছোট এলাচ

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    প্রথমে একটি কড়াইতে ৩ টেবিল চামচ ঘি গরম করে তাতে ১ চা চামচ গোটা জিরে, ১ টি তেজপাতা, ২ টি গোটা শুকনো লংকা, ২ টি দালচিনি (ছোট) ও ২ টি ছোট এলাচ ফোড়ন দিতে হবে ।

  2. 2

    এবার ঝিরি -ঝিরি করে কেটে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ৫০০ গ্রাম চাল কুমড়ো ঐ ফোড়নে দিতে হবে । তারপর দিতে হবে ভেজে বেটে রাখা ৪ টেবিল চামচ নারকেল কুচোনো ও ১ /২ টেবিল চামচ ধনে গুঁড়ো ।

  3. 3

    সঙ্গে দিতে হবে ১ /২ টেবিল চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন ও ২ টেবিল চামচ চিনি ।

  4. 4

    এবার মশলাগুলি ও চাল কুমড়ো ৫ মিনিট নাড়া -চারা করে তারপর ২ মিনিট আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে ।সবশেষে গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করতে হবে চালকুমড়োর ছেচকি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

Similar Recipes