নিরামিষ স্টাফ্ড আলুর দম(miramish stuffed aloo recipe in Bengali)

Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

#ebook2
নিরামিষ স্টাফ্ড আলুর দম এক অত্যন্ত সুস্বাদু পদ যা কচুরী বা লুচির সাথে বেশ ভাল লাগে ।তাই সরস্বতী পূজোর দিন এই পদটি বানিয়েছি ।

নিরামিষ স্টাফ্ড আলুর দম(miramish stuffed aloo recipe in Bengali)

#ebook2
নিরামিষ স্টাফ্ড আলুর দম এক অত্যন্ত সুস্বাদু পদ যা কচুরী বা লুচির সাথে বেশ ভাল লাগে ।তাই সরস্বতী পূজোর দিন এই পদটি বানিয়েছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৫ জন
  1. ৫০০ গ্রাম আলু (অর্দ্ধেক করে কেটে, মাঝখানটা কুরে ভেজে রাখা)
  2. ১০০ গ্রাম সিদ্ধ ছোলার ডাল বাটা (সামান্য নারকেল কুচি,১চা চামচ গরম মশলা গুঁড়ো, ১/২ চা চামচ লংকা গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে মেখে রাখা)
  3. ১ চা চামচ গোটা গরম মশলা
  4. ১/২ চা চামচ গোটা জিরে
  5. ১ টি তেজপাতা
  6. ১টি গোটা শুকনো লংকা
  7. ২ টেবিল চামচ আদা আদা বাটা
  8. ৪ টেবিল চামচ সর্ষের তেল
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ জিরে গুঁড়ো
  13. ২ টেবিল চামচ বেসন গুঁড়ো
  14. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে অর্দ্ধেক করে কেটে, মাঝখানটা কুরে অল্প ভেজে রাখা আলুগুলোতে সামান্য নারকেল কুচি,১চা চামচ গরম মশলা গুঁড়ো, ১/২ চা চামচ লংকা গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে মেখে রাখা সিদ্ধ ছোলার ডাল বাটার পুর ভরে মুখটা বেসনগুড়ো দিয়ে সিল করে আরেকবার ভেজে নিতে হবে,যাতে পুর বাইরে বের না হয় । এবার কড়াইতে ৪ টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে ১ চা চামচ গোটা গরম মশলা, ১/২ চা চামচ গোটা জিরে ও ১ টি তেজপাতা ফোড়ন দিতে হবে ।

  2. 2

    তারপর এক এক করে ২ টেবিল চামচ আদা বাটা, ১টি গোটা শুকনো লংকা, ১ চা চামচ ধনে গুঁড়ো, ২ চা চামচ লংকা গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে ভাল করে কষে নিতে হবে । কষা হলে তাতে পুর ভরা ভাজা আলু গুলো দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নিতে হবে ।

  3. 3

    এবার গরম গরম নিরামিষ স্টাফ্ড আলুর দম পরিবেশন করতে হবে লুচি বা কচুরীর সাথে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

Similar Recipes