হিংয়ের ছোলার ডাল(Hinger cholar dal recipe in bengali)

Rubi Paul
Rubi Paul @cook_21130802

#ebbok2
#রথযাত্রা/জন্মাষ্টমী
যে কোনো উৎসবে অনুষ্ঠানে এবং বাড়িতে আমরা ছোলার ডাল করেই থাকি, এটি একটি নিরামিষ রেসিপি, লুচির সাথে ঈশ্বরকে নিবেদন করা যায়।

হিংয়ের ছোলার ডাল(Hinger cholar dal recipe in bengali)

#ebbok2
#রথযাত্রা/জন্মাষ্টমী
যে কোনো উৎসবে অনুষ্ঠানে এবং বাড়িতে আমরা ছোলার ডাল করেই থাকি, এটি একটি নিরামিষ রেসিপি, লুচির সাথে ঈশ্বরকে নিবেদন করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 2 কাপছোলার ডাল
  2. 1 চিমটিহিং
  3. 1 টাতেজপাতা
  4. 1/ 2 চা চামচ গোটা জিরে
  5. 1 চা চামচধনে গুঁড়ো
  6. 1চা চামচ হলুদ গুঁড়ো
  7. 2 টোশুকনো লঙ্কা
  8. প্রয়োজনমতো কিসমিস
  9. 1 চা চামচভাজা মশলা
  10. 1 টাটমেটো কুচি
  11. 1টেবিল চামচ আদা বাটা
  12. পরিমাণ মতোধনেপাতা
  13. স্বাদমতোনুন চিনি
  14. প্রয়োজনমতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ছোলার ডাল নুন দিয়ে সেদ্ধ করে নেব, এমন ভাবে সেদ্ধ করবো যাতে ডাল না গলে যায়,

  2. 2

    কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে হিং, তেজপাতা,শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে আদাবাটা,টমেটো কুচি, ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে ভালো ভাবে কষাবো,

  3. 3

    সব মাসলা নাড়াচাড়া করে সেদ্ধ করা ডাল ও প্রয়োজনমতো জল দিয়ে দেবো,

  4. 4

    ডাল টা ফুটে উঠলে ভেজানো কিসমিস স্বাদমতো নুন মিষ্টি দিয়ে দেব, ডাল ঘন হয়ে হয়ে এলে ভাজা মসলা দিয়ে নামিয়ে নেবো,

  5. 5

    ধনেপাতা ছড়িয়ে পরিবেশন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rubi Paul
Rubi Paul @cook_21130802

Similar Recipes