মিষ্টি ছোলার ডাল (Mishti Cholar Dal recipe in Bengali)

Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )

#ebook2
জামাইষষ্ঠীর সকালের জলখাবার হিসেবে বাঙালি বাড়িতে এই দুটো কম্বিনেশন থাকবেই থাকবে স্পেশালি মিষ্টি ছোলার ডাল।

মিষ্টি ছোলার ডাল (Mishti Cholar Dal recipe in Bengali)

#ebook2
জামাইষষ্ঠীর সকালের জলখাবার হিসেবে বাঙালি বাড়িতে এই দুটো কম্বিনেশন থাকবেই থাকবে স্পেশালি মিষ্টি ছোলার ডাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

55 মিনিট
4 জন
  1. 200 গ্রামছোলার ডাল
  2. 1 টেবিল চামচআদা বাটা
  3. 1 চা চামচগোটা জিরে
  4. 2 টোতেজপাতা
  5. 2 টোগোটা শুকনো লঙ্কা
  6. 1/3 চা চামচহিং গুঁড়ো
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1/2 চা চামচজিরেগুঁড়ো
  9. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  10. 2 টেবিল চামচঘি
  11. 1 টেবিল চামচচিনি
  12. স্বাদ মতনুন
  13. প্রয়োজনমতোসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

55 মিনিট
  1. 1

    প্রথমে ছোলার ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিমাণমতো জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    ডাল সেদ্ধ হয়ে গেলে ডাল ঘোটা দিয়ে কিছুটা ঘেঁটে দিতে হবে

  3. 3

    কড়াইতে সর্ষের তেল এবং অল্প পরিমাণে ঘি গরম করে তাতে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোঁড়ন দিয়ে সুগন্ধি বেরোলে হিং গুঁড়ো দিয়ে দিতে হবে

  4. 4

    তারপর তাতে আদাবাটা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে

  5. 5

    মশলা টা ভালো মতো কষা হয়ে তেল ছাড়তে শুরু করলে তাতে ডাল দিয়ে ভালো করে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  6. 6

    ডাল ফুটতে শুরু করলে তাতে স্বাদমতো নুন এবং চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে

  7. 7

    ভালোভাবে ফুটে গেলে ঘি এবং গরম মসলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  8. 8

    সবশেষে লুচি সহযোগে মিষ্টি ছোলার ডাল পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )
Cooking is my passion and love.
আরও পড়ুন

Similar Recipes