চিতল মাছের মুইঠ্যা (chital macher muitha recipe in Bengali)

Shampa Chatterjee
Shampa Chatterjee @cook_20970189

#nv#week3
আমার প্রিয় আমিষ রেসিপি

চিতল মাছের মুইঠ্যা (chital macher muitha recipe in Bengali)

#nv#week3
আমার প্রিয় আমিষ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৩জন
  1. ৫০০ গ্রাম কাটা ছাড়িয়ে রাখা চিতল মাছ
  2. ২টি সেদ্ধ আলু
  3. ২ চা চামচ ধনে গুঁড়ো
  4. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ১চা চামচ আদা বাটা
  7. ১চা চামচ রসুন বাটা
  8. ২টি পেঁয়াজ বাটা
  9. ৪ টি কাঁচা লঙ্কা
  10. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. ১চা চামচ জিরে গুঁড়ো
  12. ২টি তেজপাতা
  13. স্বাদমতোনুন
  14. ১চা চামচ চিনি
  15. পরিমাণ মতোসর্ষের তেল
  16. ১টি টমেটো বাটা
  17. প্রয়োজন অনুযায়ীফোঁড়নের জন্য গোটা গরম মসলা

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    একটি পাত্রে চিতল মাছ নিয়ে তারমধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,শুকনো লঙ্কা, নুন, চিনি, সেদ্ধ করা আলু সমস্ত উপকরণগুলি একসাথে ভালোকরে মাখিয়ে নিতে হবে। হাতে সরষের তেল মাখিয়ে মাছের মিশ্রন থেকে গোল গোল লেচি বানিয়ে নিতে হবে।কড়াইতে জল গরম করে তারমধ্যে মাছের লেচি গুলোকে সেদ্ধ করে নিতে হবে। এরপর লেচি গুলোকে হালকা ভেজে নিতে হবে।

  2. 2

    নন স্টিক প্যানে তেল গরম করে তারমধ্যে তেজপাতা, গোটা গরম মসলা ফোরন দিয়ে পেঁয়াজ ভেজে তারমধ্যে নুন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভেজে অল্প জল দিয়ে ভেজে রাখা ম‌ইঠ্যর টুকরো দিয়ে দিতে হবে। গ্রেভি খানিকখন ফুটে গেলে নামাবার আগে ঘি, গরম মসলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।

  3. 3

    গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন চিতল মাছের মুইঠ্যা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shampa Chatterjee
Shampa Chatterjee @cook_20970189

Similar Recipes