স্টাফড গাজরের লাড্ডু(Stuffed gajarer ladoo recipe in bengali)

Priyanka das(abhipriya)
Priyanka das(abhipriya) @cook_21783719

#GA4
#week3

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি carrot বা গাজর বেছে নিয়েছি। গাজর স্বাদে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর।
গাজরের হালুয়া আমরা সকলেই খেয়ে থাকি, তবে আজকের আমার রেসিপি টি একটু অন্য রকমের। যারা নতুন ধরণের কিছু মিষ্টির রেসিপি ট্রাই করতে চান, এই রেসিপি টি তাঁদের জন্য।আসুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি।

স্টাফড গাজরের লাড্ডু(Stuffed gajarer ladoo recipe in bengali)

#GA4
#week3

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি carrot বা গাজর বেছে নিয়েছি। গাজর স্বাদে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর।
গাজরের হালুয়া আমরা সকলেই খেয়ে থাকি, তবে আজকের আমার রেসিপি টি একটু অন্য রকমের। যারা নতুন ধরণের কিছু মিষ্টির রেসিপি ট্রাই করতে চান, এই রেসিপি টি তাঁদের জন্য।আসুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৮ - ১০জন
  1. ১ কেজি গাজর
  2. ২৫ গ্রাম ঘি
  3. ৩০০ গ্রাম চিনি
  4. ৫০০ গ্রাম দুধ
  5. ১ চা চামচ এলাচ(গুঁড়ো)
  6. ১ চিমটি লবণ
  7. ২ কাপ নারকেল
  8. খোঁয়া-ক্ষীর এর জন্য
  9. ২ চা চামচ ঘি
  10. ১০০ গ্রাম দুধ
  11. ২৫০ গ্রাম দুধ(গুঁড়ো)

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে কড়াইতে ঘি গরম করে গ্রেড করা গাজর দিয়ে ৫ মিনিট ভেজে নিন, তারপর দুধ দিয়ে গাজর টা ভালো সেদ্ধ করে নিন। গাজর সেদ্ধ হয়ে গেলে পুরো দুধ শুকিয়ে নেওয়ার পর নারকেল, চিনি আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

  2. 2

    এরপর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে চিটে করে নিন এবং নামিয়ে ঠান্ডা করে নিন।

  3. 3

    এরপর কড়াইতে ঘি গরম করে দুধ দিয়ে দিন। দুধ ফুঁটে উঠলে গুঁড়ো দুধ দিয়ে ভালো মিশিয়ে দুধ টা ঘন করতে থাকুন যতক্ষণ না ক্ষীর টা কড়াই থেকে ছেড়ে আসছে। কড়াই থেকে ক্ষীর টা ছেড়ে আসছে মানে খোঁয়া-ক্ষীর পুরো তৈরী। ক্ষীর নামিয়ে ঠান্ডা করে নিন।

  4. 4

    এরপর গাজরের মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে নিন এবং তার মধ্যে ক্ষীরের পুর ভোরে, লাড্ডুর আঁকার দিয়ে দিয়ে দিন। সব শেষে লাড্ডুর ওপর সিলভার-লিফ দিয়ে দিয়ে দিলেই রেডি আমাদের "স্টাফড গাজরের লাড্ডু"। ফ্রীজে রেখে খাবারের শেষ-পাতে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanka das(abhipriya)
Priyanka das(abhipriya) @cook_21783719
Follow me on Instagram @swaaad_a_kolkata
আরও পড়ুন

Similar Recipes