ব্রাউন ব্রেড চাট (Brown Bread Chat recipe in Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

#GA4
#Week6
ব্রাউন ব্রেড খেলে ওজন বাড়ার আশঙ্কা থাকে না, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, হজম হয় সহজে, শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ক্যানসার প্রতিরোধ করে, ডায়াবেটিস রোগের জন্য উপকারী, হৃদ্‌যন্ত্রের জন্যও উপকারী। খুব টেস্টি ও সহজ, ঝটপট তৈরী করা যায়।

ব্রাউন ব্রেড চাট (Brown Bread Chat recipe in Bengali)

#GA4
#Week6
ব্রাউন ব্রেড খেলে ওজন বাড়ার আশঙ্কা থাকে না, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, হজম হয় সহজে, শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ক্যানসার প্রতিরোধ করে, ডায়াবেটিস রোগের জন্য উপকারী, হৃদ্‌যন্ত্রের জন্যও উপকারী। খুব টেস্টি ও সহজ, ঝটপট তৈরী করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৭ মিনিট
৪ জনের জন্য
  1. ৮ স্লাইস ব্রাউন ব্রেড
  2. ১/২ লিটার টক দই
  3. স্বাদ মতবিট নুন
  4. ১ চা চামচ চাট মসালা
  5. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  6. ৪ চা চামচ চিনি
  7. ১/২ চা চামচ গোটা জিরে
  8. ১/২ চা চামচ মৌরি
  9. প্রয়োজন অনুযায়ীউপরে ছড়ানোর জন্য ধনেপাতা কুচি
  10. ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৭ মিনিট
  1. 1

    একটা পাউরুটি চারটে করে টুকরো করতে হবে,সাইট গুলো কেটে নেওয়া যায় আবার গোল করেও কেটে নেওয়া যায়,যেটা ইচ্ছা আর একটা বাটিতে পুরো দইটা নিতে হবে।

  2. 2

    এবার একটা শুকনো কড়াই বসিয়ে তাতে জিরে এবং মৌরিটা ভেজে গুঁড়ো করে নিয়ে ১/২ চামচ সরিয়ে রেখে,দইয়ের মধ্যে দিতে হবে, সাথে লঙ্কার গুঁড়ো, চাট মসলা, গোলমরিচের গুঁড়ো,বিট নুন, চিনি মেশাতে হবে।

  3. 3

    এবার কড়াইয়ে তেল গরম করে তাতে পাউরুটি গুলোর দু পিঠ লাল করে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    এবার একটা প্লেটে আটটা করে পিস সাজিয়ে তার উপরে দইয়ের মিশ্রণটা ছড়িয়ে দিতে হবে।উপরে ধনেপাতা কুচি, চাট মসালা ও জিরে মৌরির গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

Similar Recipes