টার্কিশ পোচড এগ উইথ ব্রেড টোস্ট(Turkish poached egg with bread toast recipe in bengali)

Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে।
Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে। @cook_sampa1974

#GA4
#Week7
এই সপ্তাহের GA4 এর পাজল বক্স থেকে আমি ব্রেকফাস্ট বেছে নিয়েছি আর এই সুস্বাদু আর স্বাস্হ্যকর টার্কিশ পোচড এগ উইথ ব্রেড টোস্ট বানিয়েছি। এটা খুব চট জলদি ও বানানো যায়।

টার্কিশ পোচড এগ উইথ ব্রেড টোস্ট(Turkish poached egg with bread toast recipe in bengali)

#GA4
#Week7
এই সপ্তাহের GA4 এর পাজল বক্স থেকে আমি ব্রেকফাস্ট বেছে নিয়েছি আর এই সুস্বাদু আর স্বাস্হ্যকর টার্কিশ পোচড এগ উইথ ব্রেড টোস্ট বানিয়েছি। এটা খুব চট জলদি ও বানানো যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 জন
  1. 1 কাপটক দই জল ঝরানো
  2. 2 টোডিম
  3. 1 টেবিল চামচবাটার
  4. 1 চা চামচঅলিভ অয়েল
  5. 2 কোয়ারসুন
  6. 1/2 চা চামচচিলি ফ্লেক্স
  7. 1/4 চা চামচজিরা পাওডার
  8. স্বাদমতনুন
  9. 4 পিসব্রাউন ব্রেড
  10. 1 টেবিল চামচডিল লিফ কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা মিক্সিং বোলে টক দই এর সাথে রসুনের কোয়া দুটো গ্রেট করে দিয়ে ওতে নুন দিয়ে ভালোকরে মিশিতয়ে সাইডে রেখে দিতে হবে

  2. 2

    এবার একটা ছোটো প্যান গরম করে ওতে বাটার দিয়ে ওতে চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হলে ওতে অলিভ অয়েল মিক্স করে সাইডে রেখে দিতে হবে

  3. 3

    এবার একটা প্যানে 2 কাপ জল গরম করতে দিয়ে জল ফুটে উঠলে ওতে ভিনিগার দিয়ে একটা ডিম সাবধানে ভেঙ্গে ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দিতে হবে। ডিমের রঙ সাদা হয়ে গেলে সাবধানে তুলে নিতে হবে।

  4. 4

    একই ভাবে আর একটা ডিম ও পোচ করে নিতে হবে

  5. 5

    এবার সার্ভিং প্লেটে ফেটানো দই দিয়ে ওর ওপরে ডিম পোচ দিয়ে ওপরে ঐ চিলি বাটার সস ঢেলে দিয়ে ওপরে সামান্য ডিল লিফ কুচি ছড়িয়ে ব্রাউন ব্রেড টোস্ট আর টার্কিশ চা এর সাথে সার্ভ করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today

Similar Recipes