চিকেন ক্যাপ্সিকাম চাউমিন(Chicken Capsicum Chowmein recipe in Bengali)

@M.DB
@M.DB @Mohua_19

#GA4
#Week7

ব্রেকফাস্ট কে বেছে নিলাম।

চিকেন ক্যাপ্সিকাম চাউমিন(Chicken Capsicum Chowmein recipe in Bengali)

#GA4
#Week7

ব্রেকফাস্ট কে বেছে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জনের জন্য
  1. 3 প্যাকেটচাউমিন
  2. 1 টিসবুজ ক্যাপ্সিকাম জুলিয়ান কাট
  3. 2 টিপেঁয়াজ কুচি করে কাটা
  4. পরিমাণ মতোবিন্স ছোট ছোট করে কাটা
  5. প্রয়োজন অনুযায়ীসেদ্ধ করা চিকেন এর পিস(ছোট)
  6. 2/3 টিচেরা কাঁচালঙ্কা
  7. প্রয়োজন মতো অয়েল
  8. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    চাউমিন কে গরম জলে অল্প নুন দিয়ে 30 মিনিট মতো রেখে দিতে হবে। এতে সেদ্ধ এবং নরম হয়ে গেলে ঝাঁজরি তে ঢেলে রেখে দিলাম। ক্যাপ্সিকাম, বিন্স, পেঁয়াজ,লঙ্কা কেটে সেদ্ধ চিকেন সমেত রাখলাম।

  2. 2

    এবারে তেল গরম হলে একে একে লঙ্কা, পেঁয়াজ, বিন্স, ক্যাপ্সিকাম দিয়ে ঢিমে আঁচে রেখে দিলাম 15 মিনিট। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে চিকেনের টুকরো দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিলাম। তারপর চাউমিন ঢেলে সবটা ভালো ভাবে মিশিয়ে নিয়ে পাত্রে নামিয়ে গরম খেতে দিন সস দিয়ে।

  3. 3

    প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম চিকেন ক্যাপ্সিকাম চাউমিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
@M.DB
@M.DB @Mohua_19

Similar Recipes