জুসি চাউমিন (juicy chowmein recipe in bengali)

Sujata Chaudhuri
Sujata Chaudhuri @cook_26586863

#আমিরান্নাভালোবাসি

জুসি চাউমিন (juicy chowmein recipe in bengali)

#আমিরান্নাভালোবাসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. পরিমাণ মতো চাউমিন
  2. ১কাপফুটিয়ে ঠান্ডা করা দুধ
  3. ১টেবিল চামচ বাটার
  4. ১ টেবিল চামচ ময়দা
  5. ১ টি গাজর
  6. পরিমাণ মতো বিন্স
  7. ১ টা পেঁয়াজ
  8. ১ টি ক্যাপ্সিকাম।
  9. পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া
  10. ৬ টি কাঁচা লঙ্কা
  11. স্বাদ মতো নুন
  12. পরিমাণ মতো তেল
  13. ১/২ চা চামচচাউমিন মশলা
  14. ৬ টা রসুনের কোয়া
  15. ২ টো ডিম

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে সব সবজি ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। একটা পাএে পরিমাণ মতো জল গরম করতে বসাতে হবে তাতে নুন, তেল দিতে হবে। জল গরম হয়ে গেলে চাউমিন দিয়ে ৬ থেকে ৭ মিনিট রেখে জল ঝরিয়ে নিতে হবে। এটিতে ঠান্ডা জল ঢেলে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    একটি কড়াই তে ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে রসুন কুচি,পিয়াজের টুকরো,গাজরের টুকরো, বিনসের টুকরো, লঙ্কা র টুকরো,ক্যাপ্সিকাম কুচি দিয়ে তাতে অল্প নুন দিয়ে ভেজে নিতে হবে। অন্য পাএে ডিম ২ সিদ্ধ করে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে।

  3. 3

    ভাজা হয়ে গেলে সেটি অন্য পাএে তুলে নিতে হবে। সেই কড়াইতে বাটার দিয়ে তাতে ময়দা,পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর তাতে ভাজা সবজি,সিদ্ধ করা চাউমিন,পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, চাউমিন মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রন টি অল্প ঘন হয়ে আসলে নামিয়ে ডিম ২ টি ছোট ছোট করে কেটে উপরে ছরিয়ে দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sujata Chaudhuri
Sujata Chaudhuri @cook_26586863

মন্তব্যগুলি

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Darun baper ✌✌
Amar recipe bhalo lagle comments and onusoron dio ami diechi

Similar Recipes