ওটস চিলা(oats chilla recipe in Bengali)

Rajshri Chattoraj
Rajshri Chattoraj @passion4cooking
Bangalore

#GA4 #week7
এটা ব্রেকফাস্ট এর জন্য একটা পারফেক্ট রেসিপি।প্রচুর পরিমাণে ফাইবার থাকে ওটস এ। ওজন নিয়ে যারা খুব ভাবেন তাদের জন্য এটা খুব ই উপকারী।

ওটস চিলা(oats chilla recipe in Bengali)

#GA4 #week7
এটা ব্রেকফাস্ট এর জন্য একটা পারফেক্ট রেসিপি।প্রচুর পরিমাণে ফাইবার থাকে ওটস এ। ওজন নিয়ে যারা খুব ভাবেন তাদের জন্য এটা খুব ই উপকারী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ২ কাপ ওটস
  2. ১ টা গ্রেট করা গাজর
  3. ১ টা মিহি করে কাটা ক্যাপ্সিকাম
  4. ১ টা মিহি করে কাটা টমেটো
  5. ১ টা মিহি কোরে কাটা ওনিয়ন
  6. ১ বাটি ধনে পাতা কুচি
  7. ১ চা চামচ জিরা গুঁড়া
  8. ১ টেবিল চামচ আদা কুচি
  9. ২ টেবিল চামচ করে বেসন, সুজি
  10. ২ চা চামচ চাট মশলা/ আমচুর মশলা
  11. স্বাদ মতনুন
  12. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    উপরের দেবা উপাদান গুলো কে সব একটা বড়ো পাত্রে নিয়ে একটু একটু করে জল দিয়ে ভালো করে মিক্স করতে হবে।

  2. 2

    মিশ্রন টা খুব পাতলা হলে হবে না।একটু ঘন রাখতে হবে। তারপর ১০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার গ্যাস এ টাওয়া বসিয়ে ভালো করে তেল মাখাতে হবে তাওয়ায়। এবার একটা ডালের হাতা নিয়ে এক হাতা মিশ্রন টা নিয়ে চাটু টে দিয়ে আস্তে আস্তে স্প্রেড করতে হবে।

  4. 4

    তারপর মিডিউম ফ্লেম এ ভালো করে ভাজতে হবে। আর ওট চিলা রেডী হয় যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajshri Chattoraj
Rajshri Chattoraj @passion4cooking
Bangalore
I love to cook different types of recipies..
আরও পড়ুন

Similar Recipes