মাসালা ওটস (Masala oats recipe in Bengali)

Antara Roy Ghosh
Antara Roy Ghosh @cook_25120106

#saadhvi
#quickrecipe
চোখ র নিমেষে বানিয়ে নিন ওটস টেস্টি অ্যান্ড হেলদি।জল খাবার এর জন্য বেস্ট।

মাসালা ওটস (Masala oats recipe in Bengali)

#saadhvi
#quickrecipe
চোখ র নিমেষে বানিয়ে নিন ওটস টেস্টি অ্যান্ড হেলদি।জল খাবার এর জন্য বেস্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫মিনিট
  1. 1/2 কাপওটস
  2. 1 মুঠিসোয়াবিন
  3. 1 টাগ্রেট করা গাজর
  4. 1 টাআলু(ঐচ্ছিক)
  5. পরিমাণ মতোমোটর (ঐচ্ছিক)
  6. প্রয়োজন অনুযায়ীধনে পাতা (ঐচ্ছিক)

রান্নার নির্দেশ সমূহ

৫মিনিট
  1. 1

    প্রথমে শুকনো ওটস মিক্সি তে হালকা গ্র্যান্ড করে নিতে হবে।শুকনো ওটস এর মধ্যে শুকনো মাসালা মিশিয়ে নিতে পারেন ।(নুন, লঙ্কা, ম্যাগি মসলা)

  2. 2

    জল ভালো করে বৈল হাওয়া শুরু করলে সোয়াবিন ত আগে বাউল করে নিতে হবে।তার পর তার মধ্যে যা যা ভেজিটেবল পছন্দ সেই দিয়ে ওটস টি দিয়ে দিতে হবে।

  3. 3

    ভালো করে লাউ ফ্লামে না নাড়তে হবে না হলে নিচে লাগে যাওয়ার চান্স আছে।

  4. 4

    নুন,ঝাল আপনার সাধ অনুযাই দেখে টেস্টে করে নেবেন।নবাবার আগে লেবুর রস,ধনে পাতা দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Antara Roy Ghosh
Antara Roy Ghosh @cook_25120106

Similar Recipes