রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫-২০ মিনিট।
৪ জনার জন্য।
  1. ২০০ গ্রাম পনির
  2. ৩০০ গ্রাম পালংশাক
  3. ১/২ বাটি ধনেপাতা কুচি
  4. ২ টা কাঁচা লঙ্কা
  5. ১ টা পেঁয়াজ কুচি
  6. ১/২ চা চামচ আদা বাটা
  7. ১/২ চা চামচ রসুন বাটা
  8. ২ চা চামচ টক দই
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১ চা চামচ জিরা গুঁড়ো
  11. ১/৩ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ নুন
  13. ১/২ কাপ সাদা তেল
  14. ২-৩ চা চামচ ফ্রেশ ক্রিম
  15. ১/২ চা চামচ বাটার / মাখন
  16. পরিমান মতজল

রান্নার নির্দেশ সমূহ

১৫-২০ মিনিট।
  1. 1

    প্রথমে চুলায় একটা করা বসিয়ে ওর মধ্যে পরিমান মত জল দিয়ে ওর মধ্যে পালংশাক গুলো কে দিয়ে ২ মিনিট সেদ্ধ করে নিয়ে পালংশাক গুলো তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ১-২ মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    তারপর পালংশাক গুলো কে জল ঝরিয়ে নিয়ে পালংশাক ও ধনেপাতা এবং কাচা লঙ্কা গুলো কে এক সাথে বেটে পেস্ট তৈরি করে নিতে হবে।

  3. 3

    তারপর চুলায় একটা করা বসিয়ে ওর মধ্যে ২-৩ চামচ তেল দিয়ে পনির গুলো কে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    তারপর ওই করাই তে আরো ২ চামচ তেল দিয়ে ওর মধ্যে পিয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর ওর মধ্যে ফেটানো টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে ধনে গুরা জিরা গুরা ও হলুদ গুরা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পালংশাক ও ধনেপাতা এবং কাচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমান মত জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ওর মধ্যে ভাজা পনির গুলো কে দিয়ে ৫ মিনিট ঢেকে রান্না করে নিতে হবে অল্প আঁচে।

  6. 6

    তারপর নামানোর আগে ওর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর ওপর দিয়ে বাটার দিয়ে নামিয়ে নিতে হবে এবং তৈরি হয়ে যাবে পালং পনির।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhumita Kayal
Madhumita Kayal @Madhumita2008
Raghabpur(Baspara) P.O -Nepalgunj P.S -Bishnupur Dist -24 Pgs (S) Kolkata-700103.

Similar Recipes