গোভী কে পকোড়া(gobi ke pakoda recipe in Bengali)

Annie Sircar
Annie Sircar @cook_20784348

#GA4
#Week10
শব্দছকে পেলাম আমার অতি প্রিয় cauliflower. আজ তাকে নিয়েই নাড়াচাড়া করবো।
শীত আর বর্ষা এই দুই ঋতু হলেই মন টা একটু ভাজাভুজি খাওয়ার জন্য আনচান করতে থাকে।ঠান্ডা আবহাওয়া তে গরম পকোড়ার সঙ্গে মুড়ি আর চা পেলে, আমি আরো বেশী ঘরকুনো হতে ভালবাসি। আজ সবাই মিলে জমিয়ে উদযাপন করবো। এসো সবাই।

গোভী কে পকোড়া(gobi ke pakoda recipe in Bengali)

#GA4
#Week10
শব্দছকে পেলাম আমার অতি প্রিয় cauliflower. আজ তাকে নিয়েই নাড়াচাড়া করবো।
শীত আর বর্ষা এই দুই ঋতু হলেই মন টা একটু ভাজাভুজি খাওয়ার জন্য আনচান করতে থাকে।ঠান্ডা আবহাওয়া তে গরম পকোড়ার সঙ্গে মুড়ি আর চা পেলে, আমি আরো বেশী ঘরকুনো হতে ভালবাসি। আজ সবাই মিলে জমিয়ে উদযাপন করবো। এসো সবাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 জন
  1. 10 টুকরোফুলকপির ফুল
  2. 4টেবিল চামচ বেসন
  3. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  4. 1 চা চামচলঙ্কার গুঁড়ো
  5. 1/2 চা চামচযোয়ান
  6. 1 চা চামচলবণ
  7. 1 কাপতেল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    ফুলকপির ফুল গুলো গোটা রেখে আলাদা করে নিন। ফুলের ডাঁটির বাইরের খোসা টা ছাড়িয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিন। এবার আঁচে জল গরম করে লবণ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিন।তারপর জল ঝরিয়ে নেবেন। বেসনে লবণ, যোয়ান(হাতে নিয়ে একটু ঘষে নেবেন তাতে যোয়ানের দানা ভেঙে ভালভাবে মিশে যাবে), লঙ্কার গুঁড়ো আর ইচ্ছে হলে হলুদ গুঁড়ো মিশিয়ে জল দিয়ে একটা ঘন ঘোল তৈরী করে নিন। ফুলকপির টুকরো গুলো এপিঠ ওপিঠ করে ওতে ডুবিয়ে দিন।

  2. 2

    আঁচে তেল গরম করে একটা করে ফুল বেসন মাখিয়ে ছেড়ে দিন কড়াইতে। এক সঙ্গে অনেক বেশী ফুল দেবেন না। আঁচ কম রাখবেন। নাহলে বাইরে থেকে রঙ ধরলেও ভিতরে কপির ফুল কাঁচা রয়ে যাবে। ভাজা হয়ে গেলে কাগজের ন্যাপকিনে অতিরিক্ত তেল শুষিয়ে, পরিবেশন করুন গরম গরম গোভী কে পকোড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Annie Sircar
Annie Sircar @cook_20784348

Similar Recipes