মুচমুচে আলুর চপ (Alur chop recipe in bengali)

Purnashree Dey Mukherjee
Purnashree Dey Mukherjee @cook_24922199

বিকেল হলেই মনটা উড়ু উড়ু করে কিছুমিছু খাওয়ার জন্য 😜... আর এই সময় আচারের তেলে মাখা মুড়ি ও মুচমুচে আলুর চপ হল আদর্শ খাবার।

মুচমুচে আলুর চপ (Alur chop recipe in bengali)

বিকেল হলেই মনটা উড়ু উড়ু করে কিছুমিছু খাওয়ার জন্য 😜... আর এই সময় আচারের তেলে মাখা মুড়ি ও মুচমুচে আলুর চপ হল আদর্শ খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 4 টেমাঝারি মাপের আলু
  2. 1/4 চা চামচগোটা জিরে
  3. 1 টা গোটা শুকনো লঙ্কা
  4. 2 চা চামচভাজা মশলা গুঁড়ো
  5. 1 কাপবেসন
  6. 1 চিমটিখাবার সোডা
  7. 1/2 চা চামচআদা কুচি
  8. 1 টাকাঁচা লঙ্কা কুচি
  9. 2 চা চামচসরষের তেল
  10. 1.5 কাপ রিফাইন অয়েল
  11. স্বাদ মতনুন
  12. 1/2 চা চামচহলুদ গুঁড়া

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    আলু প্রথমে কুকারে সেদ্ধ করে নেওয়া হলো।

  2. 2

    এখন করাইতে দু'চামচ সরষের তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেয়া হলো। এবার তাতে আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা হলো।

  3. 3

    এবার ওই ভাজার মধ্যে সেদ্ধ আলু গুলো দিয়ে দেয়া হলো এবং দু'চামচ ভাজা মশলা গুঁড়ো দেওয়া হয়।এখন নুন ও হলুদ দিয়ে সব কিছু ভাল করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এবারে আলু সেদ্ধ মাথাটা ঠান্ডা হতে দিতে হবে। আর অন্য একটি বাটির মধ্যে বেসন নুন হলুদ খাবার সোডা মিশিয়ে জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে।

  5. 5

    এবার আলু সিদ্ধ মাখাটা হাতের মধ্যে নিয়ে গোল গোল চ্যাপ্টা করে চপের মতো আকার দিতে হবে। আর করাইতে রিফাইন অয়েল গরম হতে দিতে হবে।

  6. 6

    এখন ওই আলুরচপ গুলিকে বেসনের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ছাঁকা তেলে হালকা বাদামী করে ভাজতে হবে।

  7. 7

    এবার খান গরম গরম মুচমুচে আলুর চপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Purnashree Dey Mukherjee

Similar Recipes