চিকেন চাপ (chicken chap recipe in Bengali)

Chandana Patra
Chandana Patra @chandanapatra


চিকেন চাপ সকলের খুব প্রিয়। আমিও দিলাম রেসিপি।

চিকেন চাপ (chicken chap recipe in Bengali)


চিকেন চাপ সকলের খুব প্রিয়। আমিও দিলাম রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘণ্টা
2 জন
  1. 4 টিচিকেন লেগ পিস
  2. 1 টা মাঝারি মাপের পেঁয়াজ বাটা
  3. 1চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচরসুন বাটা
  6. 2টেবিল চামচ পোস্ত, চারমগজ, কাজুবাটা
  7. 2টেবিল চামচ টক দই
  8. 1 চা চামচজিরা গুঁড়ো
  9. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. 1 চা চামচহলুদ
  11. 1 চা চামচগরম মসলা গুঁড়া
  12. 1টেবিল চামচ ছাতু
  13. স্বাদমতোনুন ও চিনি
  14. 2টেবিল চামচ ঘি
  15. 1টেবিল চামচ সাদা তেল
  16. 1 টা শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

1 ঘণ্টা
  1. 1

    প্রথমে মাংসটি ভালো করে দিয়ে ধুয়ে তাতে এক এক করে আদাবাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহী গরম মশলা গুঁড়ো, চিনি,টক দই, 1 চামচ ঘি ও ছাতু দিয়ে ম্যারিনেট করে রেখে দিন কমপক্ষে 3 ঘন্টা।

  2. 2
  3. 3

    এবার ম্যারিনেট হলে কড়াইতে তেল ও ঘি দিয়ে শুকনো লিঙ্ক ফোরণ দিন।

  4. 4

    এবার চিকেন গুলো ঝেড়ে ঝেড়ে তুলে তেলের মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ ভেজে নিন। এবার লালচে হয়ে এলে মশলা টি দিয়ে দিন। এবং গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে হতে দিন।

  5. 5

    কিছুক্ষন পর এসে আবার উল্টে পাল্টে দিন। মাংস সেদ্ধ হলে নামিয়ে নিন। ব্যাস তৈরি চিকেন চাপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chandana Patra
Chandana Patra @chandanapatra

Similar Recipes