রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ(restaurant style chicken chaap recipe in Bengali)

Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

#Foodyy Bangali cookpad

চিকেনের বিভিন্ন আইটেমের মধ্যে চিকেন চাপ অত্যন্ত জনপ্রিয় রেসিপি। এটি রাইস রেসিপি সঙ্গেও যেমন লাগে,তেমনি নান, পরোটার সঙ্গেও দারুণ জমে যায়। আশাকরি রেসিপিটি ভালো লাগবে।

রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ(restaurant style chicken chaap recipe in Bengali)

#Foodyy Bangali cookpad

চিকেনের বিভিন্ন আইটেমের মধ্যে চিকেন চাপ অত্যন্ত জনপ্রিয় রেসিপি। এটি রাইস রেসিপি সঙ্গেও যেমন লাগে,তেমনি নান, পরোটার সঙ্গেও দারুণ জমে যায়। আশাকরি রেসিপিটি ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সব মিলিয়ে এক ঘন্টা, মারিনেশন এর সময় বাদ দিয়ে।
দুই থেকে তিনজন
  1. ৪ টুকরো(৩০০ গ্রাম) চার পিস চিকেন
  2. ১টেবিল চামচ পোস্ত দানা
  3. ১ টেবিল চামচ কাজুবাদাম
  4. ১ টেবিল চামচ চারমগজ
  5. ১ টা মাঝারি পেঁয়াজ
  6. ২ টো কাঁচা লঙ্কা
  7. ১" আদা
  8. ৩ টেবিল চামচ টক দই
  9. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  10. স্বাদ মত লবণ
  11. ১ চা চামচ সাদা মরিচ গুঁড়ো
  12. ১ চা চামচ মিল্ক ক্রিম (থাকলে দেবেন)
  13. ১ চা চামচ যায়ফল গুঁড়া
  14. ১ চা চামচ জয়ত্রী গুঁড়ো
  15. ৩ চা চামচ ভেজিটেবল তেল
  16. ১ টেবিল চামচ বেসন
  17. ২ টেবিল চামচ ঘি
  18. ১ চা চামচ গরম মসলা গুঁড়া
  19. ১ চা চামচ গোলাপ জল
  20. ১ চা চামচ কেওড়া জল
  21. ১/২ কাপ দুধে গোলা জাফরান

রান্নার নির্দেশ সমূহ

সব মিলিয়ে এক ঘন্টা, মারিনেশন এর সময় বাদ দিয়ে।
  1. 1

    প্রথমে মাংস টাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এরপর মিক্সিং গ্রাইন্ডার একসঙ্গে পোস্তদানা, কাজু বাদাম ও চারমগজ শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। এরপর অল্প পরিমাণ জল দিয়ে এটার পেস্ট করব।

  2. 2

    এবার আদা, রসুন ও লঙ্কা একসাথে মিক্সিতে গ্রাউন্ড করে নিতে হবে.

  3. 3

    রিমাণমতো টক দইতে অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  4. 4

    শুকনো প্যানে বেসন গুড়ো হালকা করে ভেজে নিতে হবে।

  5. 5

    বার একটি বাটিতে মাংস গুলি নিয়ে তারমধ্যে পোস্ত চারমগজ, কাজু বাদামের পেস্ট, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট, ফাটানো টক দই, ভাজা বেসন, যাই ফল গুড়ো, জয়িত্রী গুড়ো,ভেজিটেবিল অয়েল, সামরিচ গুড়ো,মিল্ক ক্রিম, পরিমাণমতো লবণ সবকিছু দিয়ে ভালো করে মাংসের গায়ে মাখিয়ে রাখতে হবে। আমি রান্নার সুবিধার্থে ছোট পিস নিয়েছি। বড় পিস নিলে মাংসটা অল্প অল্প করে কেটে নিতে হবে গায়ে,যাতে ওই কাটা অংশের ভেতরে মসলাগুলো ঢুকতে পারে। এবার ৬ থেকে ৭ ঘন্টা সময় থাকলে সারারাত ফ্রিজে ম্যারিনেশন করে রেখে দিতে হবে।

  6. 6

    এবার প্যানে দুই চামচ তেল ও দুই চামচ ঘি গরম হলে ম্যারিনেট করা মাংস গুলো মিডিয়াম ফ্লেমে দুইপাশ ভেজে নিতে হবে। মাংসগুলো ভাজা হয়ে গেলে গ্রেভিটি দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে ১০ মিনিট রাখতে হবে। ১০ মিনিট হয়ে গেলে ঢাকা খুলে উল্টে পাল্টে আবার গরম মসলা,দুধে ভেজানো জাফরান যোগ করে ৫ থেকে ১০ মিনিট আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর গোলাপজল,কেওড়া জল দিয়ে আরো ১ থেকে ২ মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ। আমিতো বিরিয়ানির সঙ্গে খেলাম। রেসিপি টা কেমন লাগলো অবশ্যই জানাবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

Similar Recipes