চটজলদি চিকেন চাপ(chat joldi chicken chaap recipe in Bengali)

Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি

#স্পাইসি রেসিপি

চিকেন চাপের মতো স্পাইসি রেসিপি আমরা প্রায়ই রেস্টুরেন্ট এ খেয়ে থাকি. আজ খুব সহজ পদ্ধতিতে আমি চিকেন চাপ রেসিপি শেয়ার করছি যা কোনো অংশে স্বাদে কলকাতার চিকেন চাপ রেসিপির চেয়ে কম নয়.

চটজলদি চিকেন চাপ(chat joldi chicken chaap recipe in Bengali)

#স্পাইসি রেসিপি

চিকেন চাপের মতো স্পাইসি রেসিপি আমরা প্রায়ই রেস্টুরেন্ট এ খেয়ে থাকি. আজ খুব সহজ পদ্ধতিতে আমি চিকেন চাপ রেসিপি শেয়ার করছি যা কোনো অংশে স্বাদে কলকাতার চিকেন চাপ রেসিপির চেয়ে কম নয়.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
২ জন
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ২ টা বড়পেঁয়াজ
  3. ২ চা চামচ আদা রসুন পেস্ট
  4. ২ টেবিল চামচ ভাঙা কাজু
  5. ২ টেবিল চামচ মগজ দানা
  6. ১ টেবিল চামচ কিসমিস
  7. ২ চা চামচ পোস্ত দানা
  8. ১. ৫ টেবিল চামচ টক দই
  9. ১টুকরো জয়িত্রী
  10. ১/২ জায়ফল
  11. ১ ইঞ্চি দারচিনি
  12. ৩-৪ টা ছোট এলাচ
  13. ১ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো
  14. ১/২ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো
  15. ৪ টা কাঁচা লঙ্কা
  16. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  17. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  18. ১ চা চামচ ধনে গুঁড়ো
  19. ১ চা চামচ জিরা গুঁড়ো
  20. ২ ফোঁটাগোলাপ জল
  21. ২ ফোঁটা কেওড়া জল
  22. ২ ফোঁটা মিঠা আতর
  23. ২ চা চামচ চিনি
  24. স্বাদ অনুযায়ী নুন
  25. ২ চা চামচঘি
  26. ১/২ কাপরিফাইন্ড তেল
  27. ১/২ চা চামচ শাহী গরম মসলা

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    চিকেনের টুকরো গুলো ভালো করে পরিষ্কার করে কাটা চামচ দিয়ে গায়ে ফুটো করে নিয়েছি. কাজু, কিসমিস, মগজ দানা, পোস্ত ভিজিয়ে রেখেছি ১ ঘন্টা. পেঁয়াজ কেটে নিয়েছি

  2. 2

    এবার মিক্সির জারে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভিজিয়ে রাখা কাজু, মগজ দানা, কিসমিস, পোস্ত দিয়ে পেস্ট করে নিলাম. আলাদা করে আদা ও রসুন পেস্ট করে নিলাম এবার ।একটা পাত্রে চিকেনের টুকরোর সাথে সাদা গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম ভালো করে

  3. 3

    এবার টক দৈ ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে আদা রসুন পেস্ট, চিনি ও স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে এতে কাজু-মগজ-পোস্ত-কিসমিস পেস্ট মিশিয়ে এতে মিঠা আতর, কেওড়া জল ও গোলাপ জল মিশিয়ে দিলাম ।

  4. 4

    এবার এতে ঘী ও রিফাইন্ড তেল মিশিয়ে ওভার নাইট ম্যারিনেসন এর জন্য ফ্রিজে রেখে দিলাম ।পরের দিন ফ্রাই প্যানে পরিমান মতো তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এতে ম্যারিনেশন করা চিকেন থেকে পিস্ গুলো তুলে ভেজে নিলাম

  5. 5

    এবার ম্যারিনেশনের মসলা গুলো মিশিয়ে কম আঁচে নাড়াতে থাকলাম. যেহেতু পোস্ত, কাজু, মগজ দানা আছে মিশ্রনে তাই লেগে যাওয়ার সম্ভবনা থাকে. তাই আঁচ কম করে বেশ কিছুক্ষন নাড়াতে হবে । মাংসের মসলাতেই এখানে চাপ রান্না হবে. জল দি নি ।যেহেতু সারারাত ম্যারিনেশন হয়েছে তাই চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে. এবার শাহী গরম মসলা মিশিয়ে গ্যাস ওভেন বন্ধ করে ৫ মিনিট ঢেকে রেখে কেশর পোলাও এর সাথে পরিবেশন করেছি । এই চিকেন চাপ রুমালী রুটি বা বিরিয়ানি দিয়েও অসাধারণ লাগে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি
টিচার, রান্না আমার passion
আরও পড়ুন

Similar Recipes