বেসনের কুমড়ি (Pumpkin fritters recipe in Bengali)

Debanjana Ghosh
Debanjana Ghosh @deba_14
Salkia, Howrah

#GA4
#Week12

আমি এবারে বেছে নিলাম বেসন। বেসন দিয়ে তাই বানিয়ে ফেললাম গরম গরম কুমড়ি।

বেসনের কুমড়ি (Pumpkin fritters recipe in Bengali)

#GA4
#Week12

আমি এবারে বেছে নিলাম বেসন। বেসন দিয়ে তাই বানিয়ে ফেললাম গরম গরম কুমড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ১০০ গ্রাম কুমড়ো শরু টুকরো করে কাটা
  2. ৫০ গ্রাম বেসন
  3. পরিমাণ মত জল
  4. ১ চা চামচ কালো জিরে
  5. ১ চা চামচ জোয়ান
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. ১ চিমটি হলুদ গুঁড়ো
  8. প্রয়োজন মত সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কুমড়ো গুলো কে পাতলা এবং লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি।

  2. 2

    এবার বেসনে স্বাদ অনুযায়ী নুন ও অল্প হলুদ গুঁড়া দিয়ে কালো জিরে ও জোয়ান মিশিয়ে অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এই সময়ে কড়াইতে তেল গরম করে ওই তেল থেকে এক চামচ মিশ্রণে দিলে ভাজি গুলো অনেক বেশি মুচমুচে হয়।

  3. 3

    একটা একটা কুমড়োর পিসকে ওই বেসন গোলার মধ্যে ধুবিয়ে ভালো ভাবে এদিক ওদিক কোট করে ডুবো তেল ছেড়ে দিয়েছি।

  4. 4

    এক দিক হয় গেলে কিছুক্ষন পর অপর দিক টাও উল্টে পাল্টে ভেজে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debanjana Ghosh
Salkia, Howrah

Similar Recipes