মেয়োনিজ চীজ স্যান্ডউইচ (mayonnaise cheese sandwich recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee
Sanghamitra Mandal Banerjee @sangha2020

মেয়োনিজ চীজ স্যান্ডউইচ (mayonnaise cheese sandwich recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৩৫ মিনিট
৪-৫ জনের
  1. ১০ স্লাইস পাউরুটি
  2. ৩টি ছোট টুকরো চিকেন
  3. ২টি মাশরুম
  4. ১টি শসা ও গাজর
  5. ১টি ছোট ক্যাপ্সিকাম
  6. ১টি পেঁয়াজ
  7. ১/২ কাপ মেয়োনিজ
  8. পরিমাণ মতো চীজ কুরিয়ে নেওয়া
  9. স্বাদ অনুসারেনুন,গোলমরিচ ও চিলি ফ্লেকস
  10. প্রয়োজন অনুযায়ীধনে পাতা ও ধনেপাতার চাটনি

রান্নার নির্দেশ সমূহ

৩০-৩৫ মিনিট
  1. 1

    পেয়াজ, ক্যাপ্সিকাম ও ধনেপাতা কুচিয়ে রাখতে হবে। শসা ও গাজর গ্রেট করে রাখতে হবে।

  2. 2

    মাশরুম ও চিকেন সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কাটতে হবে। চীজ কুড়িয়ে রাখতে হবে।

  3. 3

    পাউরুটির সাইড কেটে রাখতে হবে। একটি পাত্রে কেটে রাখা শসা,পেয়াজ,গাজর,ক্যাপ্সিকাম,ধনেপাতা,মাশরুম,চিকেন দিয়ে মিশিয়ে নিতে হবে।এরমধ্যে নুন, গোলমরিচ ও মেয়োনীজ দিয়ে মিশ্রন বানাতে হবে।

  4. 4

    ধনেপাতা,২কোয়া রসুন ও ২টি কাঁচালঙ্কা দিয়ে পেস্ট বানাতে হবে। পেস্ট পাউরুটি মাখাতে হবে এবং এর উপর মিশ্রনটা দিতে হবে ও এর উপর কুড়ানো চীজ দিতে হবে।

  5. 5

    চীজের উপর অন্য আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিতে হবে। গ্রীল করলেই তৈরি হয়ে যাবে মেয়োনীজ- চীজ স্যান্ডউইচ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanghamitra Mandal Banerjee

Similar Recipes