মাশরুম ওটস স্যুপ (mushroom oats soup recipe in bengali)

Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

#GA4 #Week13
এ সপ্তাহের প্রদত্ত ধাঁধা থেকে আমি মাশরুম শব্দ টি বেছে নিয়েছি। মাশরুমের অনেক গুণ। ওজন কমাতেও মাশরুম সাহায্য করে। এ-ই রান্না টি সুস্বাদু, পুষ্টিকর, ঝটপট হয়ে যায়। উপকরণ ও খুব ই কম লাগে।

মাশরুম ওটস স্যুপ (mushroom oats soup recipe in bengali)

#GA4 #Week13
এ সপ্তাহের প্রদত্ত ধাঁধা থেকে আমি মাশরুম শব্দ টি বেছে নিয়েছি। মাশরুমের অনেক গুণ। ওজন কমাতেও মাশরুম সাহায্য করে। এ-ই রান্না টি সুস্বাদু, পুষ্টিকর, ঝটপট হয়ে যায়। উপকরণ ও খুব ই কম লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জনের মতো
  1. ১০ টেবিল চামচ ওটস
  2. ১/২ কাপ বাটন মাশরুম টুকরো করে কাটা
  3. ২ টেবিল চামচ ক্যাপ্সিকাম টুকরো করে কাটা
  4. ২ টেবিল চামচ করে লাল, হলুদ বেল পেপারস টুকরো করে কাটা
  5. ১ টা ছোট পেঁয়াজ টুকরো করে কাটা
  6. ১ টেবিল চামচ ছাড়ানো ভুট্টা দানা
  7. ১ চা চামচ রসুন কুচি
  8. ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো
  9. ১/২ কাপ স্প্রিং অনিয়ন কুচি
  10. স্বাদমতোলবণ
  11. ১ চা চামচ অলিভ অয়েল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ওটস শুকনো খোলায় ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    সব উপকরণ এক জায়গায় গুছিয়ে রাখতে হবে।

  3. 3

    কড়াতে তেল গরম করে রসুন কুচি, কাঁচালংকা কুচি, পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।

  4. 4

    একে একে ক্যাপ্সিকাম,বেল পেপারস, ভুট্টা, স্প্রিং অনিয়ন, মাশরুম দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।

  5. 5

    ওটস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশি করে জল দিতে হবে। কিছুক্ষণ ফুটতে দিতে হবে।

  6. 6

    গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরী মাশরুম - ওটস স্যুপ। ওপরে স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

Similar Recipes