মশালা মাশরুম (masala mushroom recipe in Bengali)

Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

#GA4
#Week13
এ সপ্তাহের প্রদত্ত ধাঁধা থেকে আমি মাশরুম শব্দ টি বেছে নিয়েছি।মাশরুম একটি জলীয় সবজি। খুব ই উপকারি, সহজে রান্না হয়ে যায়।

মশালা মাশরুম (masala mushroom recipe in Bengali)

#GA4
#Week13
এ সপ্তাহের প্রদত্ত ধাঁধা থেকে আমি মাশরুম শব্দ টি বেছে নিয়েছি।মাশরুম একটি জলীয় সবজি। খুব ই উপকারি, সহজে রান্না হয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৬ জনের মতো
  1. ২৫০ গ্রাম মাশরুম
  2. ১ টা ছোট আলু সেদ্ধ
  3. ১/২ কাপ সেদ্ধ কাবুলি চানা
  4. ১ টা ছোট পেঁয়াজ
  5. ১ ইঞ্চি পরিমাণ আদার টুকরো
  6. ৩ কোয়া রসুন
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ কাশ্মীরি লাল লংকা গুঁড়ো
  9. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  10. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১ চা চামচ গোটা জিরে
  12. ১টা তেজপাতা
  13. ২ টো ছোট এলাচ
  14. ১ টা ছোট স্টিক দারচিনি
  15. ২ টো কাঁচা লঙ্কা
  16. ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়ো
  17. স্বাদমতোলবণ
  18. ২ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ভালো করে ধুয়ে নেওয়া মাশরুম ফুটন্ত গরম জলে ডুবিয়ে রাখতে হবে ১৫ মিনিট।

  2. 2

    সব উপকরণ এক জায়গায় গুছিয়ে রাখতে হবে।

  3. 3

    কড়াতে অল্প তেল গরম করে পেঁয়াজ- আদা- রসুন - টমেটো - কাঁচালংকা অল্প ভেজে নিতে,হবে।

  4. 4

    মিক্সিতে এটা পেস্ট করে নিতে হবে।

  5. 5

    আর একটু তেল গরম করে ওতে তেজপাতা, কাঁচালংকা, গরম মশলা ফোড়ন দিয়ে বাটা মশ্লা টা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে।

  6. 6

    ধনে- জিরে- হলুদ - লংকা গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। জল দিয়ে ফুটতে দিতে হবে।

  7. 7

    ফুটে উঠলে ওতে মাশরুম দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে।

  8. 8

    সেদ্ধ আলু ও সেদ্ধ মটর দিয়ে মিশিয়ে নিতে হবে।

  9. 9

    গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

Similar Recipes