স্টাফ চিলি চিকেন পকোড়া (Stuff Chilli Chicken Pokora recipe in Bengali)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

স্টাফ চিলি চিকেন পকোড়া (Stuff Chilli Chicken Pokora recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

60 মিনিট
4 জন
  1. 250 গ্রামবোনলেস চিকেন কিমা
  2. 250 গ্রামচিলি বা সিমলা মির্চ
  3. 1 টাপিয়াজ ফাইন করে কুচনো
  4. 1 ইঞ্চিআদা গ্রেটেড
  5. 8 কোয়ারসুন গ্রেটেড
  6. 1টেবিল চামচ লেবুর রস
  7. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচতন্দুরি মসলা
  9. 1 চা চামচচিনি
  10. 1টেবিল চামচ টমেটো সস
  11. 1টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
  12. 2 টোডিম
  13. 1টেবিল চামচ ময়দা
  14. 1 কাপবিস্কুট গুঁড়ো
  15. স্বাদমতনুন

রান্নার নির্দেশ সমূহ

60 মিনিট
  1. 1

    চিকেন ব্রেস্ট নিয়ে ধুয়ে কিমা করতে হবে। সিমলা মির্চ নিয়ে মাথা কেটে বাদ ভিতর থেকে বীজ বের করে নিতে হবে।

  2. 2

    পিয়াঁজ আদা রসুন গ্রেট করে নিতে হবে। কিমার সাথে সমস্ত মসলা কর্ন ফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে। লংকার মধ্যে কিমার পুর ভরে রাখতে হবে। বিস্কুটের গুঁড়ো ডিম ময়দা বাদে

  3. 3

    এবার ডিমে নুন কর্ন ফ্লাওয়ার দিয়ে গুলে রাখতে হবে। ময়দায় ডাস্টিং করে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো ডুবিয়ে ছাঁকা তেলে ভাজতে হবে।

  4. 4

    স্যালাড কাসুন্দি দিয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

Similar Recipes