হানি চিলি পটেটো (Honey chili potato recipe in Bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#GA4
#Week13
#Chilli
আমি চিলি বেছে নিয়ে বানাবো হানী চিলি পটেটো । এটি খুবই কম সময়ে ঘরোয়া উপাদান দিয়ে বানানো যাবে, আর চিলি চিকেন , চিলি পনীরের স্বাদও নেওয়া যাবে । বাড়িতে সকলে মিলে খাওয়ার জন্য বা বাড়িতে অতিথি আপ্যায়নে এটি বানিয়ে অবাক করা যাবে ।

হানি চিলি পটেটো (Honey chili potato recipe in Bengali)

#GA4
#Week13
#Chilli
আমি চিলি বেছে নিয়ে বানাবো হানী চিলি পটেটো । এটি খুবই কম সময়ে ঘরোয়া উপাদান দিয়ে বানানো যাবে, আর চিলি চিকেন , চিলি পনীরের স্বাদও নেওয়া যাবে । বাড়িতে সকলে মিলে খাওয়ার জন্য বা বাড়িতে অতিথি আপ্যায়নে এটি বানিয়ে অবাক করা যাবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
5 জন
  1. 5 টিআলু লম্বালম্বি ভাবে কেটে নেওয়া
  2. 3 টিপিঁয়াজ ডুমো করে কেটে নেওয়া
  3. 6 টিকোয়া রসুন কুচি
  4. 3 ইঞ্চিআদা কুচি
  5. 1 টিক্যাপ্সিকাম ডুমো করে কেটে নেওয়া
  6. 5 টিটমেটো চার টুকরো করে কেটে নেওয়া
  7. 2 চা চামচচালগুঁড়ি
  8. 2 চা চামচময়দা
  9. 1 চা চামচকর্ণফ্লাওয়ার
  10. 4 চা চামচচিলি টমেটো শস
  11. 2 চা চামচসয়া শস
  12. 2 চা চামচচিলি শস
  13. 1 চিমটিহলুদগুঁড়ো
  14. 1/2 চা চামচজিরাগুঁড়ো
  15. 1 চা চামচনুন
  16. 5 টিকাঁচালঙ্কা চেরা
  17. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  18. পরিমাণ মতো ভাজার জন্য তেল
  19. 2 চা চামচপিঁয়াজ শাক কুচি
  20. 2 চা চামচডাবর মধু পরিবেশনের সময়

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    আমি প্রথমে সব এক জায়গাতে গুছিয়ে নিলাম । আলু লম্বালম্বি ভাবে কেটে নিলাম । টমেটো কেটে নিলাম,পিঁয়াজ ডুমো করে কেটে নিলাম। আদা ও রসুন কুচি করে নিলাম । আলু সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম ।

  2. 2

    চালগুড়ি ও ময়দার ব্যাটার তৈরী করে, তাতে সেদ্ধ আলু গুলো ডুবিয়ে,প্যান গরম করে ডুবো তেলে দুপিঠই ভেজে তুলে নিলাম ।

  3. 3

    আলুগুলো ভাজা হলে ঐ প্যানে দু চামচ তেল রেখে কাঁচালঙ্কা ও রসুন কুচি দিয়ে পিঁয়াজ কুচি,আদা কুচি দিলাম ।সব একসাথে তিন মিনিট ভেজে নিলাম ।

  4. 4

    এবার ক্যাপ্সিকাম কুচি দিয়ে আরো দুমিনিট ভেজে টমেটো কুচি দিয়ে একে একে সব মশলা হলুদ গুঁড়ো, নুন, জিরাগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরী মির্চী দিয়ে নাড়াচাড়া করে নিলাম ।

  5. 5

    এখন ভেজে রাখা আলু গুলো দিয়ে, সয়া শস দিয়ে নেড়ে,চিলি টমেটো শস দিয়ে, চিলি শস দিলাম ও নেড়ে নিলাম । বাটিতে কর্ণফ্লাওয়ার জলে গুলে ঢেলে দিলাম । তিন মিনিট ফুটিয়ে নিলাম । থকথকে গ্রেভী তৈরী হল (এখানে দুচামচ সাদা তিল ভেজে ছড়িয়ে দিলে ভালো হয়, এই রেসিপিতে তিল দেয় ।আমার ছিল না)।

  6. 6

    সব একসাথে নেড়ে গ্যাস বন্ধ করলাম । আমি একটি সার্ভিং পাত্রে ঢেলে উপরে পিঁয়াজ শাক কুচি ছড়িয়ে দিলাম ।

  7. 7

    এবার পরিবেশনের সময় দুচামচ মধু ছড়িয়ে দিলাম ।তৈরী হানী চিলি পটেটো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes