চিলি সয়াবিন (Chili soybean recipe in Bengali)

Aditi Sen Gupta
Aditi Sen Gupta @cook_30628956

#foodyy_Bangali_cookpad

সয়াবিন খেতে প্রায় সবাই ভালোবাসে। তাই নিয়ে এলাম সয়াবিন দিয়ে এক নতুন রেসিপি । সকলের পছন্দ হবে আশাকরি।

চিলি সয়াবিন (Chili soybean recipe in Bengali)

#foodyy_Bangali_cookpad

সয়াবিন খেতে প্রায় সবাই ভালোবাসে। তাই নিয়ে এলাম সয়াবিন দিয়ে এক নতুন রেসিপি । সকলের পছন্দ হবে আশাকরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১০০ গ্রাম সয়াবিন
  2. ২টো মাঝারী সাইজের পেয়াজ, ডুমো করে কাটা
  3. ৩-৪ কোয়া রসুন ঝিরি করে কাটা
  4. ১টিমাঝারি সাইজের ক্যপসিকাম ডুমো করে কাটা
  5. ২টেবিল চামচকর্ণফ্লাওয়ার
  6. ২টেবিল চামচ ময়দা
  7. ১ টেবিল চামচ টক দৈ
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  10. ১ টেবিল চামচ টমেটো সস
  11. ১ টেবিল চামচ চিলি সস
  12. ২ চা চামচ সয়া সস
  13. ২ চা চামচ ভিনিগার
  14. ৫০ মিলিসাদা তেল
  15. স্বাদমত নুন আর চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সয়াবিন গুলো কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে ফেলতে হবে। তারপর মিক্সি তে বেটে নিতে হবে। মিশ্রনটাতে আন্দাজ মত নুন, কর্নফ্লাওয়ার,ময়দা আর দৈ দিয়ে মাখতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে, ডুবো তেলে মিডিয়াম আঁচে বড়ার আকৃতিতে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে তেল গরম করে, ডুবো তেলে মিডিয়াম আঁচে বড়ার আকৃতিতে ভেজে তুলে নিতে হবে।
    এরপর গ্রেভির জন্য অল্প তেলে প্রথমে পিয়াজ, রসুন আর ক্যপসিকাম টা দিয়ে তাতে আন্দাজ মত নুন, হলুদ গুড়ো আর লঙ্কার গুড়ো দিয়ে নেড়ে-চেড়ে নিতে হবে, যখন তেল ছাড়বে, তখন অল্প চিনি দিতে হবে

  3. 3

    এরপর ভিনিগার আর সস গুলো এক কাপ জলে অল্পকর্নফ্লাওয়ারের সাথে গুলে কড়াইতে দিয়ে পাঁচ মিনিটের মত ফুটিয়ে ওতে বড়া গুলো দিয়ে আরো পাঁচ মিনিটের মত ফুটিয়ে নামিয়ে নিতে হবে। ব্যস চিলি সয়াবিন রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aditi Sen Gupta
Aditi Sen Gupta @cook_30628956

Similar Recipes